শিরোনাম :

  • মঙ্গলবার, ২৮ অক্টোবর, ২০২৫

করোনায় আরও এক পুলিশ সদস্যের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক |

প্রাণঘাতি করোনা ভাইরাসে মৃত্যু হলো আরও এক পুলিশ সদস্যের। আজ সোমবার সকাল ৮ টা ৫১ মিনিটে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু ঘটে। তিনি পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. মজিবুর রহমান তালুকদার (৫৬)। মজিবুর স্পেশাল ব্রাঞ্চের সিটি এসবি পল্টন জোন-১ এ কর্মরত ছিলেন।

করোনা ভাইরাস পজেটিভ হওয়ায় গত ১১ই মে তাকে রাজধানীর ইমপালস হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) স্থানান্তর করা হয়। অবস্থার আরো অবনতি হলে তাকে লাইফ সাপোর্টে নেয়া হয়। লাইফ সাপোর্টে থাকা অবস্থায় আজ সকালে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে তার মৃত্যু ঘটে।

মজিবুরের স্থায়ী ঠিকানা সিরাজগঞ্জ জেলার কাজিপুর থানার তারাকান্দি গ্রামে। বর্তমানে তিনি বগুড়া জেলার শাজাহানপুর থানার সাখ পাড়া গ্রামে বসবাস করেন।