ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
ফেনী জেলা আ’লীগের সভাপতি আকরামুজ্জামান সিএমএইচের আইসিইউতে
ফেনী প্রতিনিধি |
ফেনী জেলা আওয়ামী লীগের সভাপতি এডভোকেট আকরামুজ্জামান অ্যাজমা ও অ্যালার্জিজনিত শ্বাসকষ্ট নিয়ে রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) এ ভর্তি হয়েছেন। শুক্রবার রাত ৮টার দিকে তাঁকে সিএমএইচ এ ভর্তি করা হয়। তিনি আইসিইউতে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।
শুক্রবার রাত সাড়ে ১১টার দিকে তাঁর সাথে থাকা পুত্র সাইফুজ্জামান বাবু জানান, অবস্থা উন্নতির দিকে। তার অক্সিজেন স্যাচুরেশন ৯৫ থেকে ৯৬ এর মাঝে আছে। ফেনী থেকে ঢাকা যাওয়ার পথে তাঁর অক্সিজেন স্যাচুরেশন আরেকটু কম ছিল- অর্থাৎ ৮৪ থেকে ৮৫ এর মাঝে ছিল।
এর আগে বৃহস্পতিবার তিনি হালকা জ্বরে ভুগেন। সেইসাথে তাঁর অ্যাজমাজনিত শ্বাসকষ্টও ছিল। শুক্রবার সকালে শ্বাসকষ্ট আরো বাড়লে তিনি ফেনী ডায়াবেটিস হাসপাতাল থেকে অক্সিজেন সিলিন্ডার সংগ্রহ করে তা গ্রহণ করেন। কিন্তু বিকেল পর্যন্ত তাঁর শ্বাস-প্রশ্বাস প্রক্রিয়ার উন্নতি না হওয়ায় ছেলে-মেয়েদের পরামর্শে তাৎক্ষণিক ঢাকায় যাবার সিদ্ধান্ত নেন এবং বিকেল ৫টার দিকে অ্যাম্বুলেন্সযোগে ঢাকার উদ্দেশ্যে রওনা হন। এসময় তাঁর সাথে ছিলেন ফেনী ডায়াবেটিস হাসপাতালের স্টাফ সেলিম।
প্রবীণ এ রাজনীতিককে সিএমএইচের নিবিড় পর্যবেক্ষণে রেখে কয়েকটি পরীক্ষা করা হয়েছে-যার ফল ভালো এসেছে বলে জানা গেছে। আগে জ্বর থাকলেও এখন জ্বর নেই। আজ শনিবার আরো কিছু পরীক্ষা হবার কথা রয়েছে।
এডভোকেট আকরামুজ্জমানের রোগমুক্তি কামনায় পরিবারের পক্ষ থেকে দোয়া চাওয়া হয়েছে। তাঁর ভাতিজা ফেনীর সিনিয়র সাংবাদিক আসাদুজ্জামান দারা এক ফেসবুক স্ট্যাটাসে তার চাচা আকরামুজ্জামানের সর্বশেষ অবস্থা জানিয়ে দোয়া কামনা করেন।
ডিএন/ফেনী/বিএইচ