• মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

রান্সে এবার অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা

00001আন্তর্জাতিক ডেস্ক: নভেম্বরের শুরুতে ফ্রান্সের রাজধানী প্যারিসে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেছিলেন প্রেসিডেন্ট ফ্রাসোঁয়া ওঁলাদ।
সেই জরুরি অবস্থার মেয়াদ শেষ না হতেই এবার দেশটিতে ‘অর্থনৈতিক জরুরি অবস্থা ঘোষণা’ করেছেন তিনি।
আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে নিজের পুনর্বার জয় নিশ্চিত করার আশায় সোমবার তিনি অর্থনৈতিক জরুরি অবস্থার ঘোষণা দেন।

এ ঘোষণার লক্ষ্য বিদ্যমান উচ্চ বেকারত্বের অবস্থান। জরুরি পদক্ষেপ গ্রহণ করে ৫ লাখ কারিগরি প্রশিক্ষণের ব্যবস্থা, ছোট কোম্পানিগুলোর জন্য ভতুর্কি এবং উদ্যোক্তা সৃষ্টি করতে চান ওঁলাদ।

‘প্রবৃদ্ধি যাতে আরো শক্তিশালী হয় এবং  চাকুরির সুযোগ যাতে আরো অবারিত হয় সেজন্য আমাদের কাজ করতে হবে, ’ বলেন ওঁলাদ।
তিনি বলেন, ফ্রান্সে দীর্ঘদিন ধরে কাঠামোগত বেকারত্ব বিরাজ করছে এবং এটার সংস্কার দরকার।

ফ্রান্সে ১৫ মাস পরই অনুষ্ঠিত হবে প্রেসিডেন্ট নির্বাচন। আর এতে নিজের দ্বিতীয় দফায় বিজয় নিশ্চিত করতে চান এই সোশ্যালিস্ট নেতা। ফলে তার এ জরুরি অবস্থা ঘোষণাকে রাজনৈতিক বলেই বিবেচনা করা হচ্ছে।
ওলাদ ২০১২ সালে ক্ষমতায় আসার পর  ফ্রান্সে ৬ লাখের বেশি লোক বেকার হয়েছেন, যখন ইউরোপের অন্যান্য বড় অর্থনীতির দেশগুলোতে বেকারত্ব কমেছে।

উল্লেখ্য, গত ১৩ নভেম্বর প্যারিসে স্মরণকালের ভয়াবহ সন্ত্রাসী হামলার পর জরুরি অবস্থা ঘোষণা করেন ওঁলাদ।
এই হামলায় অন্তত ১৩০ জন নিহত এবং কয়েকশ’ লোক আহত হন।

ওই হামলার পর তার জনপ্রিয়তা  কিছুদিনের জন্য বাড়লেও পরে তা আবার কমেছে।
সূত্র: ফাইন্যান্সিয়াল টাইমস, নিউইয়র্ক টাইমস

Print Friendly, PDF & Email