শিরোনাম :

  • রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪

করোনাভাইরাসে প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে

নিউজ ডেস্ক ♦

বিশ্বজুড়ে করোনাভাইরাসে (কোভিড ১৯) প্রাণহানির সংখ্যা এক লাখ ছাড়িয়েছে।

করোনাভাইরাসে আক্রান্ত ও মৃতের সার্বক্ষণিক হিসাব রাখা ওয়ার্ল্ডওমিটারের তথ্য অনুযায়ী, শুক্রবার রাত পৌনে ১টা পর্যন্ত বিশ্বে করোনায় আক্রান্ত হয়েছেন ১৬ লাখ ৭৭ হাজার ২৮৬ জন। আক্রান্তদের মধ্যে ৩ লাখ  ৭২ হাজার ৪৩৯ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন। মারা গেছেন এক লাখ এক হাজার ৫৭৭ জন। 

শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত বিশ্বের ১৮৪টি দেশ ও অঞ্চলে করোনায় আক্রান্ত হয়েছিলেন ১৬ লাখ ১ হাজার ১৮ জন মানুষ। আক্রান্তদের মধ্যে মৃত্যু হয় ৯৫ হাজার ৭১৮ জনের এবং সুস্থ হয়েছেন তিন লাখ ৫৪ হাজার ৯৭২ জন।  

করোনায় আক্রান্তের সংখ্যায় যুক্তরাষ্ট্র এখন সবার ওপরে। দেশটিতে যুক্তরাষ্ট্রে শুক্রবার পর্যন্ত ৪ লাখ ৭৫ হাজার ৭৪৯ রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ১৬ হাজারেরও বেশি। 

তবে মৃতের সংখ্যায় প্রথম দুটি দেশই ইউরোপের। সবার ওপরে আছে ইতালি। সেখানে প্রাণহানি ঘটেছে অন্তত ১৮ হাজার ৮৪৯ জনের। তবে ইতালিতে মৃতের সংখ্যা দিন দিন কমছে। দেশটিতে শনাক্ত রোগী প্রায় ১ লাখ ৪৭ হাজার। দেশটিতে এখন পর্যন্ত এ রোগে আক্রান্ত হওয়ার পর সুস্থ হয়েছেন সাড়ে ২৮ হাজারের মতো মানুষ।

ইউরোপে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে ইতালির পরই বেশি মানুষের মৃত্যু হয়েছে স্পেনে। দেশটিতে শুক্রবার দিবাগত রাত সাড়ে ১১টা পর্যন্ত মারা গেছেন ১৫ হাজার ৯৭০ জন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫৭ হাজারের বেশি। দেশটিতে সুস্থ হয়েছেন ৫৫ হাজারের কিছু বেশি। স্পেনেও মৃত ও আক্রান্তের সংখ্যা গত দুদিনের তুলনায় শুক্রবার অনেকটা কমে এসেছে।

ইউরোপের আরেক দেশ ফ্রান্সে এখন পর্যন্ত ১২ হাজার ২১০ ব্যক্তি মারা গেছেন, আক্রান্ত হয়েছেন ১ লাখ ১৯ হাজারের মতো। এখন পর্যন্ত দেশটিতে সুস্থ হয়েছেন সাড়ে ২৩ হাজার জন।

এ দিকে ডিসেম্বরের শেষে যেখান থেকে এই প্রাণঘাতী ভাইরাস ছড়িয়ে পড়েছিল চীনের সেই উহানে লকডাউন তুলে নেওয়া হচ্ছে।  তিন মাসেরও বেশি সময় বিচ্ছিন্ন থাকার পর উহান এখন মুক্ত। স্বাভাবিক হচ্ছে সেখানকার জীবন। 

Print Friendly, PDF & Email