ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনায় একদিনে সর্বোচ্চ ৭৯৬০ জনের মৃত্যুর রেকর্ড
নিউজ ডেস্ক |
বুধবার (১৫ এপ্রিল) বিশ্বজুড়ে করোনায় সবচেয়ে বেশি সংখ্যক নিহত হওয়ার রেকর্ড হয়েছে। একদিনে মারা গেছেন ৭৯৬০ জন (অর্থাৎ প্রায় ৮ হাজার মানুষ)। শুধু যুক্তরাষ্ট্রে মারা গেছে ২৪৮২ জন। ফ্রান্সে এর আগে বিগত ৩দিন নিহতের সংখ্যা কম থাকলেও বুধবার একদিনে মারা গেছে ১৪৩৮ জন। যুক্তরাজ্যে বুধবার একদিনে ৭৬১ জন মারা গেছেন। স্পেনে মৃতের সংখ্যা প্রথমে কম ছিল কিন্তু পরে এ সংখ্যা বেড়ে হয়ে গেছে ৫৫৭। ব্রাজিল পেছন থেকে এসে হঠাৎ করে এর নিহতের সংখ্যা বেড়ে গেছে। একদিনে ব্রাজিলে মারা গেছে ২২৫ জন। কানাডায় ১০৭ জন। নেদারল্যান্ডে ১৮৯ জন আর বেলজিয়ামে মারা গেছে ২৮৩ জন। সুইডেনে একদিনে মৃত্যু ১৭০ জনের।
এটা শুধু উন্নত দেশগুলোর তথ্য । এতে বোঝা যায় পরিস্থিতির উন্নতি হয়নি মোটেও। বরং আরো অবনতির দিকে যাচ্ছে।
যে দেশে একদিনে ২৫শ বা দেড় হাজার মানুষ মারা যায়, সেখানকার অবস্থা কতটা ভয়াবহ তা সহজেই অনুমেয় । কম বেশি সবাই তার পরিচিত মানুষদেরকে হারায়।
মৃত্যু খুব নিশ্চিত একটি বিষয় হলেও জীবনের চাপে অনেক সময় ভুলে যায় মানুষ । করোনা যেন বৈষয়িকতায় উম্মুখ এই মানবজাতিকে চোখে আঙ্গুল দিয়ে আরো একবার মৃত্যুকে স্মরণ করিয়ে দিচ্ছে।
প্রসঙ্গতঃ, ইবনু উমার (রাঃ) থেকে বর্ণিতঃ তিনি বলেন, রাসূলুল্লাহ (সাল্লাল্লাহু ‘আলাইহি ওয়া সাল্লাম) আমার শরীর স্পর্শ করে বললেনঃ পৃথিবীতে এমনভাবে দিনযাপন কর, যেন তুমি একজন প্রবাসী অথবা পথচারী মুসাফির। তুমি নিজেকে কবরবাসীদের অন্তর্ভূক্ত মনে কর।
তাবেয়ী মুজাহিদ (রাহঃ) বলেন, ইবনু উমার (রাঃ) আমাকে বললেনঃ তুমি সকালে বেঁচে থাকলে বিকেল পর্যন্ত বেঁচে থাকবে এমনটা মনে করো না আবার বিকেলে বেঁচে থাকলে পরের দিন সকাল অবধি বেঁচে থাকবে বলেও মনে করো না। অসুস্থ হওয়ার পূর্বে তোমার সুস্থতার এবং মৃত্যুর পূর্বে তোমার জীবনের সুযোগকে কাজে লাগাও। কেননা, হে আল্লাহ্র বান্দা! তুমি তো জান না, আগামীকাল তুমি কি নামে অভিহিত হবে, জীবিত নাকি মৃত। (বুখারী: ১১৫৭)