ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
অজান্তেই ১৭ জন ছেলেমেয়েকে করোনা সংক্রমিত করলেন মা
নিউজ ডেস্ক |
যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে এক মায়ের শরীর থেকে তার ১৭ জন ছেলে মেয়ের করোনা সংক্রমণ হয়েছে। প্রথমে মায়ের শরীরে কোন লক্ষণ প্রকাশ না পাওয়ায় একে একে সংক্রমিত হয়েছে ১৭ জন ছেলেমেয়ে। তবে আশার বিষয় হলো ১ মাস আইসোলেশনে থাকার পর তারা সবাই এখন সুস্থ হওয়ার পথে।
কোন ধরণের লক্ষণ প্রকাশ না পাওয়ায় প্রথমে করোনা টেস্ট করাননি ১৮ সন্তানের জননী ব্রিটেনি জেনিক। এরপর সন্তানদের মধ্যে করোনার লক্ষণ প্রকাশ পাওয়ায় মেডিক্যাল টেস্ট করিয়ে দেখেন একই বাসার ১৮ জন করোনায় আক্রান্ত। মোট ১৮ জন ছেলেমেয়ের মধ্যে কয়েকজনকে দত্তক নিয়েছেন জেনিক। তিনি বলেন করোনা আমাদের পরিবারে ভয়ংকর ভাবে আঘাত হেনেছে। আমি আমার জীবনে কখনো এত ভয় পায়নি। তবে জেনিক কিভাবে করোনা আক্রান্ত হয়েছেন সে বিষয়ে কিছু জানা যায়নি।
এখন পর্যন্ত নিউ ইয়র্কে করোনায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ২৩ হাজার ৬৯৯ জন মানুষ। মারা গেছেন ১২ হাজার ৮০০শ মানুষ।