ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
মাত্র ১৮ মিনিটে করা যাবে করোনা টেস্ট!
নিউজ ডেস্ক | গুড নিউজ! বিশ্ব এখন কাঁপছে করোনা আতঙ্কে। করোনার মেডিক্যাল টেস্ট করা নিয়ে গোটা বিশ্বজুড়ে চলছে হুড়োহুড়ি। অনেকে টেস্ট করার আগেই করোনা আক্রান্ত হয়ে মারা যাচ্ছেন। এরই মধ্যে মে মাসের প্রথমে মাত্র ১৮ মিনিটে করোনার অ্যান্টিবডি টেস্ট নিয়ে আসতে যাচ্ছে বিশ্বর সবচেয়ে বড় বায়োটেক কম্পানি রোচে।
আগামী জুনের মধ্যে ১ কোটি টেস্ট করা যাবে বলে জানিয়েছে কম্পানিটি। এই অ্যান্টিবডি টেস্টকে গেইম চেঞ্জার বলছে ব্রিটিশ সরকার। নতুন এই পরীক্ষা পদ্ধতিতে রক্ত সংগ্রহ করে তা ল্যাবে পাঠানো হবে। এরপর ১৮ মিনিটের মাথায় ফলাফল আসবে পজেটিভ বা নেগেটিভ। রোচে গোটা বিশ্বে এই কিটসগুলো পাঠানোর চেষ্টা করছে। জুনের মধ্যেই কিটের উৎপাদন দ্বিগুণ হবে বলে ধারণা করা হচ্ছে।