ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
আইসিইউতে পুরুষ করোনা রোগীকে যৌন নিপীড়ন করে ডাক্তার বরখাস্ত
নিউজ ডেস্ক |
ভারতের মুম্বাইয়ে হাসপাতালের আইসিইউ ওয়ার্ডে ভর্তি ৪৪ বছর বয়সী পুরুষ করোনা রোগীকে যৌন নিপীড়ন করেছেন ডাক্তার। অভিযুক্ত ৩৪ বছরের ওই ডাক্তারও পুরুষ। যৌন নিপীড়নের অভিযোগে ওই চিকিৎসকের বিরুদ্ধে মামলা হয়েছে।
ইন্ডিয়া টুডের প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার মুম্বাই সেন্ট্রাল এলাকার একটি বেসরকারি হাসপাতালের আইসিইউ ওয়ার্ডের ভিতরে এই ঘটনা ঘটে। অভিযুক্ত ডাক্তার কোয়ারেন্টিনে থাকায় গ্রেপ্তারের করা হয়নি। কোয়ারেন্টিন শেষ হলেই গ্রেপ্তার করা হবে। অভিযুক্ত ডাক্তারের নাম প্রকাশ করা হয়নি।
এই ঘটনার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ বলেছে, ‘অভিযুক্ত ডাক্তার তার প্রথম দিন ডিউটিতে ছিলেন। আগের দিন যোগ দিয়েছিলেন। অসদাচরণের তথ্য প্রাপ্তির পর প্রোটোকল অনুসারে তাৎক্ষনাত পুলিশকে খবর দেয় হয় এবং ওই চিকিৎসককে চাকরি থেকে অব্যহতি দেওয়া হয়েছে।’
সূত্র- ইন্ডিয়া টুডে।