• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

নারী উপস্থাপিকাকে সাক্ষাতকার দিয়ে তালেবানের নতুন বার্তা

তালেবান নেতার সাক্ষাতকার আফগানিস্তানের টিভিতে নারী উপস্থাপিকাকে সাক্ষাতকার দিলেন তালেবান নেতা

আন্তর্জাতিক ডেস্ক ।

আফগান মিডিয়ায় নারী উপস্থাপিকার কাছে সাক্ষাৎকার দিয়েছেন তালেবানের একজন সিনিয়র নেতা। এই ঘটনাকে তালেবান এবং ওই মিডিয়ার ইতিহাসে বিরল ঘটনা হিসেবে উল্লেখ করা হচ্ছে।

ব্রিটিশ গণমাধ্যম গার্ডিয়ানের খবরে বলা হয়েছে, তালেবানের একজন মুখপাত্র আফগানিস্তানের স্থানীয় গণমাধ্যম তোলো টেলিভিশনে একজন নারী সংবাদ পাঠিকার কাছে সাক্ষাৎকার দিয়েছেন।

এই ঘটনাকে  নারীদের প্রতি তালেবান দৃষ্টিভঙ্গি বদলাচ্ছে-  তার নিদর্শন হিসেবে দেখা হচ্ছে।

তোলো টেলিভিশনে নারী সংবাদ পাঠিকার কাছে তালেবান নেতার সাক্ষাৎকার দেওয়ার ছবি পোস্ট করে গণমাধ্যমটির পরিচালক সাদ মহসিনি টুইটারে লেখেন, তালেবান ও তোলো টিভি ইতিহাস সৃষ্টি করল।

এর আগে ১৯৯৬ সাল থেকে ২০০১ পর্যন্ত তালেবান আফগানিস্তান শাসন করে। ওই সময় নারীদের সংবাদ পাঠ দূরের কথা বাড়ির বাইরে কদাচিৎ বের হতে দিত তালেবান।

তবে মঙ্গলবার তালেবানের সংস্কৃতি কমিশনের সদস্য এনামুল্লাহ সামনগানি জানিয়েছেন, তালেবান নতুন যে সরকার গঠন করবে সেখানে নারীদের অন্তর্ভুক্ত করা হবে।

তিনি বলেন, ইসলামিক আমিরাত চায় না নারীরা ভুক্তভোগী হোক। শরীয়াহ মোতাবেক তারা সরকারে জায়গা পাবে।

ডিএন/বিএইচ-৫

Print Friendly, PDF & Email