• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উপলক্ষে খেলাফত মজলিসের ব্যাপক কর্মসূচী

বাংলাদেশের স্বাধীনতার ৫০ বছর পূর্তি উদযাপন উপলক্ষ্যে দেশব্যাপি বেশ কিছু কর্মসূচি হাতে নিয়েছে নিবন্ধিত রাজনৈতিক দল খেলাফত মজলিস। নতুন প্রজন্মের কাছে স্বাধীনতার প্রকৃত চেতনা ছড়িয়ে দিতে তাদের এই উদ্যোগ বলে জানিয়েছেন দলের নেতারা। গতকাল সন্ধ্যা সাড়ে ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে আমির মাওলানা মোহাম্মদ ইসহাকের সাভাপতিত্বে ও মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে এ উপলক্ষ্যে কর্মসূচি প্রণয়ন করা হয়। কর্মসূচীর মধ্যে রয়েছে ২৬ মার্চ দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন। বছর ব্যাপি সারাদেশে শাখায় শাখায় র‌্যালী, আলোচনা সভা, সেমিনার, দোয়া অনুষ্ঠান, ফ্রি ব্লাড গ্রুপিং, রক্ত দান কর্মসূচি, বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান, ব্যানার, ফেস্টুন, পোস্টার প্রকাশ প্রভৃতি।

মাসিক নির্বাহী সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন নায়েবে আমীর মাওলানা যোবায়ের আহমদ চৌধুরী, মাওলানা মুহাম্মদ শফিক উদ্দিন, মাওলানা আহমদ আলী কাসেমী, অধ্যাপক মুহাম্মদ আবদুল হালিম, যুগ্মমহাসচিব- এডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসির আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সল, অধ্যাপক মোঃ আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক এডভোকেট মোঃ মিজানুর রহমান, সমাজকল্যাণ সম্পাদক আলহাজ আবু সালেহীন, প্রশিক্ষণ ও প্রকাশনা সম্পাদক অধ্যাপক কাজী মিনহাজুল আলম, ডাঃ শরীফ মুহাম্মদ মোসাদ্দেক, অধ্যাপক আবু সালমান, বীর মুক্তিযোদ্ধা ফয়জুল ইসলাম, প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, ডাঃ রিফাত হোসেন মালিক, মাওলানা আজীজুল হক, মাওলানা আবদুল হক আমিনী, খন্দকার সাহাব উদ্দিন আহমদ, তাওহিদুল ইসলাম তুহিন, মাওলানা সাইফ উদ্দিন আহমদ খন্দকার প্রমুখ।

Print Friendly, PDF & Email