গ্যাস-বিদ্যুতের দাম বৃদ্ধি কেন বেআইনি নয়: হাইকোর্ট

High courtনিজস্ব প্রতিবেদক: গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত কেন পুনর্বিবেচনা ও বেআইনি ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট।

সোমবার দুপুরে কনজুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) এক রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি মোস্তফা জামান ইসলামের দ্বৈত বেঞ্চ এ রুল জারি করে।

একই সঙ্গে গ্যাস-বিদ্যুদের দাম বৃদ্ধিতে পুনরায় গণশুনানি চেয়ে ক্যাবের আবেদন কেন পুনর্বিবেচনা করা হবে না, তাও জানতে চেয়েছে আদালত।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) ও এর চেয়ারম্যানকে আগামী চার সপ্তাহের মধ্যে এই রুলের জবাব দিতে বলা হয়েছে।

আদালতে রিট আবেদনের পক্ষে ছিলেন- মো. সাইফুল আলম।

পরে সাইফুল আলম সাংবাদিকদের বলেন, ‘গত ২৭ আগস্ট গ্যাস ও বিদ্যুতের যে মূল্য বৃদ্ধি করা হয়েছে তা স্থগিত চেয়ে এবং পুনরায় গণশুনানি করে মূল্য নির্ধারণের জন্য ক্যাব দুটি আবেদন করে। এর পরিপ্রেক্ষিতেই রুল জারি করেছে আদালত।’

গত ১৪ অক্টোবর হাইকোর্টে ক্যাব এই রিট দায়ের করেছিল।

উল্লেখ্য, চলতি বছরের ২৭ আগস্ট গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম গড়ে ২.৯৩ এবং গ্যাসের দাম ২৬.২৯ শতাংশ বৃদ্ধি করে বিইআরসি। বর্ধিত এ দাম ১ সেপ্টেম্বর থেকে কার্যকর হয়।

Print Friendly, PDF & Email