হেফাজতের আরও দুই নেতা তিন দিনের রিমান্ডে

আদালত প্রতিবেদক |

বায়তুল মোকাররমে সংঘর্ষের ঘটনায় দায়ের করা মামলায় হেফাজত ইসলামের আরও দুই নেতার তিন দিন করে রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ জসীমের আদালত এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন শাখা থেকে এ তথ্য জানা গেছে।

রিমান্ড পাওয়া দুজন হলেন—হেফাজতে ইসলামের নেতা ও জনপ্রিয় ওয়ায়েজ হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও হেফাজত ইসলামের যুগ্ম সাধারণ সম্পাদক মুফতি ফয়সাল মাহমুদ হাবিবী (২৮)।

বৃহস্পতিবার মতিঝিল থানার দায়ের করা মামলায় তদন্ত কর্মকর্তা আসামি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমী ও ফয়সাল মাহমুদ হাবিবীকে আদালতে হাজির করেন। এরপর মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের প্রত্যেকের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন তিনি। আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত প্রত্যেকের ৩ দিন করে রিমান্ড মঞ্জুর করেন।

বুধবার (২৮ এপ্রিল) রাজধানীর ভাটারা থানা এলাকার ওয়াসা মোড় থেকে হাফেজ মো. মুফতি হাবীবুল্লাহ মাহমুদ কাশেমীকে গ্রেফতার করা হয় এবং ওই দিন বিকাল চারটার দিকে ডেমরা থেকে মুফতি ফয়সাল মাহমুদ হাবিবীকে গ্রেফতার করে ডিবির মিরপুর ডিভিশন।

গত ২৬ মার্চ বায়তুল মোকাররম মসজিদে বিক্ষোভের ঘটনায় তাদের দুই জনের সম্পৃক্ততার অভিযোগ করা হয়েছে।

Print Friendly, PDF & Email