আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
৬ দিনের মাথায় জামিন পেলেন ইশরাক
আদালত প্রতিবেদক :
গাড়ি পোড়ানোর মামলায় গ্রেপ্তারের ছয়দিন পর জামিন পেলেন বিএনপি নেতা ও ঢাকা সিটির সাবেক মেয়র সাদেক হোসেন খোকার পুত্র ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। আজ দুপুরে তাকে জামিন দেন ঢাকা মেট্রোপলিটন ম্যাস্টিট্রেট আদালত। আশা করা যাচ্ছে, আজকেই তিনি কারাগার থেকে মুক্তি পেতে পারেন।
এ ধরনের মামলায় নিম্ন আদালত থেকে বিরোধী দলীয় কোন নেতার জামিন পাওয়ার উদাহরণ নেই বললেই চলে।
উল্লেখ্য, গত ৬ই এপ্রিল রাজধানীর মতিঝিল এলাকায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে ডাকা লিফলেট বিতরণ কর্মসূচি থেকে ইশরাককে আটক করে পুলিশ। পরে গাড়ি পোড়ানোর পুরনো মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়।