ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
দূষিত বায়ুতে পৃথিবীর নব্বই শতাংশ মানুষের স্বাস্থ্য হুমকির মুখে
নিউজ ডেস্ক: দূষিত বায়ুর কারণে বিশ্বব্যাপী জনস্বাস্থ্য ব্যাপক হুমকির মুখে, এমনটিই সর্তক করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা’র (হু) জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগ।
মঙ্গলবার (২৭ সেপ্টেম্বর) হু জানায়, দূষিত বায়ুর কারণে বিশ্বে প্রতি ১০ জনের ৯ জনই স্বাস্থ্য হুমকির মুখে রয়েছেন।
পরিস্থিতি আরো ভয়াবহ হওয়ার আগে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়ে সংস্থাটি জানায়, বিশ্বে প্রতিবছর ৬০ লাখ মানুষের মৃত্যুর প্রত্যক্ষ বা পরোক্ষ কারণ দূষিত বাতাস।
হু’র জনস্বাস্থ্য ও পরিবেশ বিভাগের প্রধান মারিয়া নেইরা বলেন, বিষয়টি জনস্বাস্থ্যের জন্য হুমকির। দ্রুতই পদক্ষেপ নিতে হবে।