ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনার উপসর্গ নিয়ে রাজশাহীতে ক্রীড়া সাংবাদিক মাসুমের মৃত্যু
রাজশাহী প্রতিনিধি |
রাজশাহী থেকে প্রকাশিত দৈনিক সোনালী সংবাদের চিফ রিপোর্টার ও বাংলাদেশ বেতারের রাজশাহী প্রতিনিধি তবিবুর রহমান মাসুম ইন্তেকাল করেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
রবিবার (২৮ জুন) সন্ধ্যায় জ্বর ও শ্বাসকষ্টে নগরীর খ্রিষ্টিয়ান মিশন হাসপাতালে নেয়া হয়। সেখান থেকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপালে পাঠালে কর্তব্যরত চিকিৎসক রাত সোয়া ৯টায় তাকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের উপপরিচালক ডা. সাইফুল ফেরদৌস বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, জ্বর ও প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায় তবিবুর রহমান মাসুমকে রবিবার সন্ধ্যায় নগরীর খিষ্ট্রিয়ান মিশন হাসপাতালে ভর্তি করা হয়। পরে সেখান থেকে তাকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠালে মৃত ঘোষণা করা হয়।
পারিবারিক সূত্র জানায়, গত ১৭ জুন থেকে সাংবাদিক মাসুম জ্বরে ভুগছিলেন। বেশ কয়েকবার শ্বাসকষ্ট অনুভূত হলে তিনি এবং তার স্ত্রী শুক্রবার করোনা টেস্ট করান। তবে রবিবার রাতে রামেক হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষার রিপোর্টে তবিবুর রহমান মাসুম ও তার স্ত্রীর করোনা নেগেটিভ আসে বলে জানিয়েন ডা. সাইফুল ফেরদৌস।
সাংবাদিকতার পাশাপাশি নগরীর বঙ্গবন্ধু কলেজে শিক্ষকতা করতেন তবিবুর রহমান মাসুম। ক্রীড়া সাংবাদিক হিসেবে সুনাম অর্জন করেছিলেন তিনি। স্পোর্টস রিপোর্টার হিসেবে একাধিক দেশ সফর করেছেন তিনি। বাংলাদেশ ক্রীড়া লেখক সমিতির রাজশাহী শাখার সাধারণ সম্পাদক হিসাবে মৃত্যুর আগ পর্যন্ত তিনি দায়িত্ব পালন করেছেন।
তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে রাজশাহীর সাংবাদিক অঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। স্থানীয় সব বয়সের সাংবাদিকদের সাথে তার সুসম্পর্ক ছিল। তার মৃত্যু সংবাদে স্মৃতিচারণ করে ফেসবুকে ভরে গেছে সাংবাদিকদের প্রোফাইল।
এদিকে সাংবাদিক তবিবুর রহমান মাসুমের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন রাজশাহী সিটি করপোরেশনের মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন।
ডিএন/জেএন/বিএইচ