কুবি থেকে সাংবাদিককে বহিষ্কার ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক : বিএফইউজে

বিএফইউজে লগো

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) একটি অনুষ্ঠানে ভিসির দেওয়া বক্তব্য নিয়ে প্রতিবেদন প্রকাশের জেরে দৈনিক যায় যায় দিন পত্রিকার ক্যাম্পাস প্রতিনিধি ইকবাল মনোয়ারকে বিশ^বিদ্যালয় থেকে বহিষ্কারের ঘটনায় তীব্র নিন্দা, প্রতিবাদ ও ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে)’র নেতৃবৃন্দ। বিশ^বিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্তকে ফ্যাসিবাদী মানসিকতার পরিচায়ক বলে উল্লেখ করে সাংবাদিক নেতারা অবিলম্বে বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানিয়েছেন।
আজ বৃহস্পতিবার (৩ আগস্ট) এক বিবৃতিতে বিএফইউজে’র সভাপতি এম আবদুল্লাহ ও মহাসচিব নুরুল আমিন রোকন বলেন, গত ৩১ জুলাই কুবির মার্কেটিং বিভাগের নবীনবরণ ও বিদায় অনুষ্ঠানে দুর্নীতির পক্ষে সাফাই গেয়ে ভিসি অধ্যাপক ড. আবদুল মঈন বক্তব্য দেন। তিনি বলেন, ‘দুর্নীতির হচ্ছে তাই বাংলাদেশে উন্নয়ন হচ্ছে’। একজন সংবাদ কর্মী হিসেবে ইকবাল মনোয়ার যথাযথভাবে এই বক্তব্য সংবাদমাধ্যমে পাঠান এবং তা প্রকাশিত হয়। কিন্তু ভিসি তাঁর বেফাঁস মন্তব্য প্রকাশিত হওয়ায় বিশ^বিদ্যালয়েল একজন শিক্ষার্থীকে বহিষ্কার করে ক্ষমতার সুস্পষ্ট অপব্যবহার করেছেন। সম্পূর্ণ বেআইনীভাবে ইকবাল মনোয়ারকে বহিষ্কার করে তাঁর শিক্ষাজীবনকে অনিশ্চয়তার মুখে ঠেলে দেওয়া হয়েছে। উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানের সর্বোচ্চ পদে আসীনদের এমন প্রতিশোধ পরায়নতা অনভিপ্রেত ও অগ্রহণযোগ্য।
বিএফইউজে নেতৃবৃন্দ অবিলম্বে সাংবাদিক ইকবাল মনোয়ারের বিরুদ্ধে গৃহীত অবৈধ বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবি জানান।

– খবর প্রেস বিজ্ঞপ্ত ‘র

Print Friendly, PDF & Email