শিরোনাম :

  • বৃহস্পতিবার, ২১ নভেম্বর, ২০২৪

নারায়ণগঞ্জের মসজিদ অগ্নিকাণ্ডে হতাহত পরিবারের মাঝে খেলাফত মজলিসের অর্থ সহায়তা

অগ্নি বিষ্ফোরনে নিহত মুসল্লির পরিবারের মাঝে অর্থ সহায়তা করছেন ড. আহমদ আবদুল কাদের

নিজস্ব প্রতিবেদকঃ নারায়ণগঞ্জের তল্লায় বাইতুস সালাহ মসজিদে গ্যাস লাইন বিস্ফোরিত হয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্থ মসজিদ পরিদর্শন ও হতাহত পরিবারের খোঁজখবর নিয়েছেন খেলাফত মজলিসের মহাসচিব ডঃ আহমদ আবদুল কাদের। এসময় তিনি ৩৮টি পরিবারের মাঝে নগদ অর্থ সহায়তা প্রদান করেন।

আজ বিকেলে খেলাফত মজলিস নারায়ণগঞ্জ শাখার উদ্যোগে তল্লার অগ্নিকাণ্ডে আহত এবং নিহতদের পরিবারগুলোকে সমবেদনা জানাতে গিয়ে ড. আহমদ আবদুল কাদের বলেন – সরকারি প্রতিষ্ঠান তিতাসের অবহেলা এবং দুর্নীতির কারণে এই মারাত্মক দুর্ঘটনা ঘটেছে। এর দায় কোনোভাবেই সরকার এড়াতে পারে না। তিনি দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান এবং হতাহত প্রতিটি পরিবারকে ৫০ লাখ টাকা করে অর্থ সহায়তা প্রদানের জন্য সরকারের কাছে জোর দাবি জানান।

এসময় অন্যান্যের মাঝে উপস্থিত ছিলেন- খেলাফত মজলিসের কেন্দ্রীয় যুগ্মমহাসচিব মাওলানা আহমদ আলী কাসেমী, কেন্দ্রীয় স্বাস্থ্য বিয়ষক সম্পাদক ও নারায়ণগঞ্জ মহানগর সভাপতি ডাঃ শরিফ মোহাম্মদ মোসাদ্দেক, নারায়ণগঞ্জ জেলা সভাপতি এবিএম সিরাজুল মামুন, মহানগরের সহ-সভাপতি ইলিয়াস আহমদ, আলমগীর হোসাইন, ঢাকা মহানগরী সেক্রেটারি অধ্যাপক আজিজুল হক জেলা সাধারণ সম্পাদক মাওলানা আহমদ আলী, মহানগর সাধারণ সম্পাদক অধ্যাপক শাহ আলম, জেলা সাংগঠনিক সম্পাদক হাফেজ কবির হোসাইন, জাহিদ হাসান প্রমুখ।