• শুক্রবার, ১৯ এপ্রিল, ২০২৪

টুইটার-স্কাইপ-ইমো বন্ধের কোনো নির্দেশনা নেই: স্বরাষ্ট্রমন্ত্রী

Asad kamal-2নিজস্ব প্রতিবেদক: টুইটার, স্কাইপ ও ইমো বন্ধে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল।
তিনি সোমবার বিকেলে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে একথা জানান।
তবে এগুলো বন্ধের ব্যাপারে সরকারের কোনো গোয়েন্দা সংস্থার অনুলোদ থাকতে পারে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী।

তিনি আরো বলেন, ‘টুইটার বন্ধের বিষয়টি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয় ভালো জানে। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কোনো নির্দেশনা নেই।’

আসাদুজ্জামান খান বলেন, ‘আমরা ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করার নির্দেশনা দিয়েছিলাম। আপনারা জানেন গত ১০ ডিসেম্বর ফেসবুক খুলে দিয়েছি। খুব শিগগিরই বাকি অ্যাপগুলোও খুলে দেওয়া হবে।’

তবে টুইটার বন্ধের বিষয়ে ডাক ও টেলিযোগাযোগ প্রতিমন্ত্রী তারানা হালিম জানিয়েছেন, এটা নতুন কোনো সিদ্ধান্ত নয়। আগে নেওয়া সিদ্ধান্তই বাস্তবায়ন করা হচ্ছে।

মানবতাবিরোধী অপরাধে বিএনপি-জামায়াতের দুই শীর্ষনেতা সালাহউদ্দিন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের চূড়ান্ত রায় ঘিরে গত ১৮ নভেম্বর বাংলাদেশে ফেসবুক, ভাইবার, হোয়াটস অ্যাপ, ফেসবুক মেসেঞ্জার বন্ধ করে সরকার। পরে গত ১০ ডিসেম্বর শুধুমাত্র ফেসবুক খুলে দেওয়া হয়।

Print Friendly, PDF & Email