• মঙ্গলবার, ২৩ এপ্রিল, ২০২৪

জাফরুল্লাহর বক্তব্য জঙ্গিবাদের মদদ, প্রচলিত আইনেই ব্যবস্থা

2016_07_16_13_35_03_7GnRKraZ5c3RLGSyVdHedVIvU3wJ4v_originalঢাকা : ‘আপত্তিকর বক্তব্যের’ জন্য গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর বিরুদ্ধে প্রচলিত আইনেই ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।

শনিবার সাড়ে ১২টার দিকে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।

তিনি বলেন, ‘গত ১৩ জুলাই জাতীয় প্রেসক্লাবে আয়োজিত এক গোলটেবিল বৈঠকে জাফরুল্লাহ চৌধুরীর দেয়া বক্তব্যে আমি হতবাক। তিনি বলেছেন, ওসি সালাউদ্দিন অনেককে ক্রসফায়ার দিয়েছিল, তার মরণোত্তর বিচার হওয়া উচিত। বনানী থানার ওসি হয়েও তিনি গুলশানে কেন গেলেন, এরও তদন্ত চেয়েছেন তিনি -যা জঙ্গিবাদ মদদ দেয়ার শামিল। প্রচলিত আইনে এ ধরনের অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

তিনি জাফরুল্লাহ চৌধুরীর বক্তব্য ‘ঘৃণাভরে প্রত্যাখ্যান’ করে তিনি বলেন, ‘ঘটনার দিন ওয়ারলেসে গুলশান এলাকায় কর্তব্যরত সকল কর্মকর্তাদের আমি আর্টিসানে যেতে বলেছিলাম।’

তদন্তের অগ্রগতি প্রসঙ্গে তিনি বলেন, ‘এ হামলার ঘটনায় তদন্ত বেশ অগ্রগতি হয়েছে এবং আমরা সাফল্যও পেয়েছি। তবে এখনি সব কিছু জানানো যাচ্ছে না। শিগগিরই এ বিষয়ে সংবাদ সম্মেলন করে আপনাদের বিস্তারিত জানানো হবে।’

রাজধানীর নিরাপত্তা প্রসঙ্গে তিনি বলেন, ‘জনগণ ও বিদেশি অতিথিদের নিরাপত্তায় আমরা আমাদের নিরাপত্তা ব্যবস্থা ঢেলে সাজিয়েছি যা অনেকটাই দৃশ্যমান।’ এসময় কোনো এলাকায় সন্দেহভাজন কাউকে দেখলে পুলিশকে অবহিত করতে রাজধানীবাসীদের আহ্বান জানান ডিএমপি কমিশনার।

হলি আর্টিসানের হামলায় ভারতে কেউ গ্রেপ্তারের ‘খবর’ বেরিয়েছে। এ বিষয়ে এক প্রশ্নে তা প্রত্যাখ্যান করে বলেন, ‘এমন খবর আমার জানা নাই। তবে যারা হামলা করেছে এবং এর সঙ্গে যুক্ত সবাই বাংলাদেশি।’

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম, ডিএমপি মিডিয়া উইংয়ের প্রধান মাসুদুর রহমান প্রমুখ।

Print Friendly, PDF & Email