আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
পুলিশে করোনা আক্রান্ত বেড়ে ১১৫৩, একদিনেই ২০০
নিজস্ব প্রতিবেদক |
পুলিশে করোনা আক্রান্তের সংখ্যা উদ্বেগজনক হারে বেড়ে চলছে। গত ২৪ ঘণ্টায় সংক্রমিত হয়েছে ২০০ জন। এ নিয়ে আক্রান্তের সংখ্যা দাঁড়াল এক হাজার ১৫৩ জনে।
গতকাল মঙ্গলবার পর্যন্ত সংক্রমিতদের মধ্যে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) রয়েছে ৫৭৬ জন। কোয়ারেন্টাইনে রয়েছে এক হাজার ১৭৯ জন, আইসোলেশনে এক হাজার ৬৩ জন। গতকাল পর্যন্ত পুলিশে সুস্থ হয়েছেন ৮৫ জন। এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে ৫ পুলিশ সদস্য মারা গেছেন। পুলিশের একাধিক দায়িত্বশীল সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
সূত্র জানায়, রাজধানীর রাজাবাগ পুলিশ লাইন্স ছাড়াও ঢাকার বাইরে পাঁচটি বিভাগীয় শহরে পুলিশ সদস্যদের করোনা চিকিৎসায় স্বতন্ত্র হাসপাতাল গড়ে তোলার উদ্যোগ নেওয়া হচ্ছে। সেখানে অন্য সাধারণ মানুষও চিকিৎসা নিতে পারবেন। আইজিপি বেনজীর আহমেদ এরই মধ্যে সংশ্নিষ্ট কর্তৃপক্ষকে এ ব্যাপারে প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন।
পুলিশ সূত্র জানায়, করোনা পরিস্থিতিতে মাঠ পর্যায়ের সদস্যদের করণীয় নিয়ে আইজিপি দফায় দফায় ব্রিফিং করেছেন। নিজেরা সুরক্ষিত থেকে জনসেবায় মনোনিবেশ করার পরামর্শ দেন তিনি।
এদিকে, ডিএমপির সহকারী কমিশনার (কোয়ার্টার মাস্টার) হাফিজুর রহমান বলেন, যারা নিয়মিত দায়িত্ব পালন করছেন তাদের নিয়মিত খাবারের পাশাপাশি লেবু, মৌসুমি ফল আনারস ও মাল্টা সরবরাহ করা হচ্ছে। তাদের মেসগুলোতে ২৪ ঘণ্টা গরম পানির ব্যবস্থা রয়েছে। সদস্যদের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সব সদস্যের মাঝে ভিটামিন ‘সি’ ও জিঙ্ক ট্যাবলেট বিতরণ করা হয়েছে।