শিরোনাম :

  • রবিবার, ৬ জুলাই, ২০২৫

এসএসসি-সমমানের ফল প্রকাশ, পাসের হার ৮২. ৮৭ শতাংশ

নিজস্ব প্রতিবেদক।

এসএসসি সমমানের পরীক্ষার ফল প্রকাশ হয়েছে রবিবার সকাল সাড়ে ১০টায় গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে পরীক্ষার ফলের অনুলিপি তুলে দেওয়া হয়

এরপর বেলা ১১টার পর শিক্ষামন্ত্রী দীপু মনি ফেসবুক লাইভে রাজধানীর সেগুনবাগিচা থেকে ফলাফলের বিস্তারিত তথ্য তুলে ধরেন।

তিনি জানান, সারাদেশে গড় পাসের হার ৮২. ৮৭ শতাংশ। আর জিপিএ-৫ পেয়েছে এক লাখ ৩৫ হাজার ৮৯৮ জন।

প্রকাশিত ফলে জানা যায়, যশোর বোর্ডে পাসের হার ৮৭. ৩১। কুমিল্লা বোর্ডে পাসের হার ৮৫. ২২। চট্টগ্রাম বোর্ডে পাসের হার ৮৪.৭৫।

এছাড়া সিলেট বোর্ডে পাসের হার ৭৮. ৭৯, দিনাজপুর বোর্ডে পাসের হার ৮২. ৭৩।

ফল প্রকাশের সময় প্রধানমন্ত্রী বলেন, শিক্ষার্থীদের নিরাপত্তায় ধাপে ধাপে শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হবে।

এবার এসএসসি ও সমমানের পরীক্ষায় ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী অংশ নেন।