আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
দেশে করোনা শনাক্ত ৬০ হাজার ছাড়ালো, মৃত্যু আরও ৩০ জনের
নিজস্ব প্রতিবেদক |
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে দুই হাজার ৮২৮ জনের করোনাভাইরাস বা কভিড-১৯ শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৬০ হাজার ৩৯১ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় মারা গেছেন ৩০ জন। মোট মৃত্যু হলো ৮১১ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এর ফলে মোট সুস্থের সংখ্যা দাঁড়ালো ১২ হাজার ৮০৪ জনে।
শুক্রবার দুপুরে করোনাভাইরাসের সর্বশেষ তথ্য নিয়ে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানান।
তিনি বলেন, গত ২৪ ঘণ্টায় সারাদেশে ৫০টি ল্যাবে ১৪ হাজার ৮৮ জনের নমুনা পরীক্ষা করে দুই হাজার ৮২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়।
গত ৮ মার্চ দেশে প্রথম করোনা রোগী শনাক্ত হয়। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা।