ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
করোনায় আক্রান্ত মন্ত্রী বীর বাহাদুরকে সিএমএইচে আনা হয়েছে
নিজস্ব প্রতিবেদক।
করোনাভাইরাসে আক্রান্ত পাবর্ত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিংকে উন্নত চিকিৎসার জন্য হেলিকপ্টারযোগে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) আনা হয়েছে।
আজ রোববার দুপুর পৌনে ১টায় তাকে ঢাকায় আনা হয়।
মন্ত্রীর এপিএস সাদেক হোসেন চৌধুরী গণমাধ্যমকে জানান, মন্ত্রীর আগে থেকেই শ্বাসকষ্ট ছিল। এখন শ্বাসকষ্ট আরও বেড়েছে। নেবুলাইজার মেশিনে শ্বাস-প্রশ্বাস নিচ্ছেন তিনি। তার জ্বর ছিল না। আগে থেকেই একটু কাশি ছিল। অবস্থা আশঙ্কাজনক হওয়ার মতো কিছুই নেই। উন্নত চিকিৎসার জন্য তাকে সিএমএইচে নেয়া হয়েছে।
এর আগে, শনিবার কক্সবাজার ল্যাবের পরীক্ষায় মন্ত্রীর করোনাভাইরাস পজিটিভ রিপোর্ট আসে।