ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
অনলাইন মেডিকেল বোর্ড গঠন, ভাল বোধ করছেন ডা. জাফরুল্লাহ
নিজস্ব প্রতিবেদক।
করোনায় আক্রান্ত হয়ে চিকিৎসাধীন গণস্বাস্থ্যের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর ফুসফুসে নিউমোনিয়ার সংক্রমণ নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।আর ডা. জাফরুল্লাহ চৌধুরী এখন আগের চেয়ে ভাল বোধ করছেন এবং নিজে খাবার গ্রহণ করছেন।
মঙ্গলবার বিকেলে গণস্বাস্থ্য কেন্দ্রের ফেসবুক পেইজে এসব তথ্য জানানো হয়েছে।তার সুস্থতার জন্য সবার কাছে দোয়া চেয়েছে গণস্বাস্থ্য কেন্দ্র।
ফেসবুকে দেয়া এক পোস্টে গণস্বাস্থ্যের পক্ষ থেকে জানানো হয়েছে, “গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা ডা. জাফরুল্লাহ চৌধুরীর COVID এবং গুরতর নিউমোনিয়া সংক্রমণ নিয়ে একটি অনলাইন মেডিকেল বোর্ড গঠিত হয় সেখানে দেশের এবং বিদেশের বিভিন্ন চিকিৎসকগন অংশগ্রহন করেন। তাহার সার্বিক অবস্থা স্থিতিশীল এবং অক্সিজেন গ্রহণের মাত্রা আর অবনতি হয়নি। তিনি আগের চেয়ে ভালো বোধ করছেন এবং আলহামদুলিল্লাহ নিজে খাবার গ্রহণ করছেন।” -অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি
এছাড়াও তাঁর নিয়মিত ডায়ালাইসিস এবং চেস্ট ফিজিওথেরাপি চলছে ।
ডা. জাফরুল্লাহ চৌধুরী বর্তমানে উনার নিজের স্থাপিত প্রতিষ্ঠান গণস্বাস্থ্য নগর হাসপাতালের অধ্যাপক ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মামুন মোস্তাফি এবং অধ্যাপক ডা. নাজীব মোহাম্মদ এর সার্বক্ষণিক তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন।
আপনাদের সকলের দোয়া চেয়েছেন ডা. চৌধুরী।’’