ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
আক্রান্ত এলাকায় কঠোর লকডাউনের পরামর্শ জাতীয় কমিটির
নিজস্ব প্রতিবেদক।
সারাদেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী করোনার সংক্রমণ ঠেকাতে দেশজুড়ে আক্রান্ত এলাকার ভিত্তিতে আরো বড় পরিসরে কঠোর লকডাউনের সুপারিশ করেছে জাতীয় কারিগরি পরামর্শক কমিটি।
বুধবার কমিটির নবম সভায় সভাপতিত্ব করেন প্রফেসর ডা. মোহাম্মদ সহিদুল্লা। সভায় সুপারিশ করা হয়, আক্রান্ত ও ঝুঁকির ভিত্তিতে বড় এলাকাগুলো লকডাউন করার।
এছাড়া সব হাসপাতালে হাই ফ্লো অক্সিজেন সরবরাহ নিশ্চিত করার কথাও বলা হয়। চিকিৎসকসহ যেসব স্বাস্থ্যকর্মী করোনা চিকিৎসা দিতে গিয়ে মারা গেছেন তাদের প্রতি শ্রদ্ধা জানানোর পাশাপাশি স্বাস্থ্যকর্মীদের জন্য আলাদা হাসপাতাল চালুর প্রয়োজনীয়তার কথা বলেছে এ কমিটি।
কোভিড পরীক্ষা বাড়ানো ও মানোন্নয়নসহ দ্রুত ফল দেয়ার জন্যও ব্যবস্থা নিতে বলা হয়।