আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
একদিনে সর্বোচ্চ ৪৬ মৃত্যু ও ৩৪৭১ শনাক্ত
নিজস্ব প্রতিবেদক |
স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে বলা হয়েছে, দেশে গত ২৪ ঘন্টায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছে একদিনে সর্বোচ্চ ৪৬ জন। মোট ১৫৯৯০ জনের নমুনা পরিক্ষা করে আক্রান্ত ধরা পড়েছে ৩৪৭১ জন। সর্বমোট আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়ালো ৮১৫২৩ জনে। মোট মৃত্যুবরণ করেছে ১০৯৫ জন। নতুন করে সুস্থ হয়েছে ৫০২ জন। মোট সুস্থ হয়েছে ১৭২২৪ জন। স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক প্রফেসর ডাঃ নাসিমা সুলতানা দুপুরে নিয়মিত অনলাইন ব্রিফিংয়ে এসব তথ্য জানান।
তিনি বলেন, করোনা রুগী আমাদেরই একজন। নিরাপদ সামাজিক দুরুত্ব বজায় রেখে সহযোগিতার আহ্বান করেন তিনি।
ডিএন/এনএন/আইএস/ ৩-পিএম