আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
রাতে হঠাৎ নাসিমের অবস্থার অবনতি, মেডিকেল বোর্ডের জরুরি বৈঠক
নিজস্ব প্রতিবেদক।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী ও আওয়ামী লীগ নেতা মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা শুক্রবার রাতে হঠাৎ করেই মারাত্মক অবনতি ঘটেছিল। হঠাৎ করে তার হার্টের কার্যকারিতা কমে গিয়েছিল।
এ অবস্থায় আইসিইউয়ের চিকিৎসকরা জরুরিভিত্তিতে মেডিকেল বোর্ডের সদস্যদের সাথে যোগাযোগ করেন।
এরপর ১৩ সদস্যের মেডিকেল বোর্ডের চিকিৎসকরা জুম কনফারেন্সে যোগ দিয়ে শারীরিক অবস্থা পর্যালোচনা করে প্রয়োজনীয় ওষুধপত্রের পরামর্শ দেন। কিছুসময় পর তার হার্ট আগের মতো কাজ করতে শুরু করে।
মেডিকেল বোর্ডের প্রধান বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ও দেশের প্রখ্যাত নিউরোসার্জন অধ্যাপক কনক কান্তি বড়ুয়া শুক্রবার রাত সাড়ে ১১টায় গণমাধ্যমকে জানান, মোহাম্মদ নাসিমের শারীরিক অবস্থা আগের মতোই সংকটাপন্ন। তিনি এখনও ডিপ কোমায় অর্থাৎ গভীর অচেতন রয়েছেন। ভেন্টিলেটর মেশিনের সাহায্যে তিনি কৃত্রিমভাবে শ্বাস-প্রশ্বাস গ্রহণ করছেন। আজ রাতে হঠাৎ করে হার্টের কিছু সমস্যা দেখা দেয়। মেডিকেল বোর্ডের সদস্যরা জুম কনফারেন্সে যোগ দিয়ে পরামর্শ দেন। কিছুসময় পর তার হার্ট আগের মতো কাজ করতে শুরু করে। তবে এখনও তার অবস্থা সংকটাপন্ন বলে তিনি জানান।
দেশনিউজ/জেএএ