শিরোনাম :

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

এমপি মোকাব্বির খান করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।
সিলেট-২ (বিশ্বনাথ-ওসমানীনগর) আসনের সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য মোকাব্বির খাঁনের করোনা রিপোর্ট পজেটিভ এসেছে। সোমবার শ্বাসকষ্ট নিয়ে তিনি ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি হওয়ার পর তাঁর নমুনা পরীক্ষা হয়। আজ মঙ্গলবার তাঁর করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বিষয়টি নিশ্চিত করেছেন গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া। তিনি জানান, মোকাব্বির খান নিবিড় পর্যবেক্ষণে আছেন। তিনি মানসিক এবং শারিরিক ভাবে সুস্থ রয়েছেন। আজ তাঁর শারিরিক অবস্থার উন্নতি হয়েছে। ড. রেজা কিবরিয়া মোকাব্বির খানের সুস্থতা কামনা করে দেশবাসীর দোয়া চেয়েছেন।
ডিএন/জেএএ