শিরোনাম :

  • বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

করোনায় আক্রান্ত হয়ে হাসপাতালে কামাল লোহানী

নিজস্ব প্রতিবেদক।
এবার প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছেন সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও সাংবাদিক কামাল লোহানী৷ ।

শুক্রবার সকালে গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেন কামাল লোহানীর ছেলে সাগর লোহানী।
তিনি বলেন, শুক্রবার আমরা কোভিড টেস্টের ফলাফল হাতে পেয়েছি। বাবাকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেওয়ার চেষ্টা চলছে। বাবার শারীরিক অবস্থার অবনতি ঘটায় ১৭ জুন সকালে তাকে হেলথ অ্যান্ড হোপ হাসপাতালে ভর্তি করা হয়।

গত বুধবার সকালে কামাল লোহানীকে রাজধানীর হেলথ এন্ড হোপ হাসপাতা‌লে ভ‌র্তি করা হ‌য়ে‌ছে। হাসপাতা‌লে ভ‌র্তির পর তার শারী‌রিক অবস্থার আরো অবনতি হয়েছে। তি‌নি দীর্ঘ দিন থে‌কে বার্ধক্যজ‌নিত নানা সমস্যায় ভুগ‌ছেন। গত মা‌সেও তি‌নি অসুস্থ হ‌য়ে হাসপাতা‌লে ভ‌র্তি ছিলেন।

কামাল লোহানী দৈনিক মিল্লাত পত্রিকা দিয়ে সাংবাদিকতায় কর্মজীবন শুরু করেন। এরপর আজাদ, সংবাদ, পূর্বদেশ, দৈনিক বার্তায় গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেছেন তিনি।

বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে দু’বার মহাপরিচালকের দায়িত্ব পালন করেন এই বিশিষ্ট ব্যক্তিত্ব। উদীচী শিল্পীগোষ্ঠীর সভাপতি হিসেবে এবং ছায়ানটের সম্পাদক হিসেবে চার বছর করে দায়িত্ব পালন করেন তিনি। কামাল লোহানী উদীচী শিল্পীগোষ্ঠী, একাত্তরের ঘাতক-দালাল নির্মূল কমিটি ও সম্মিলিত সাংস্কৃতিক জোটেরও উপদেষ্টা।
ডিএন/জেএএ