সাংবাদিক ও পেশাজীবীদের মুক্তি না দিলে পরিণাম ভালো হবে না : বিক্ষোভ সমাবেশে বিএফইউজে নেতৃবৃন্দ
‘ইউ আর ভেরি হ্যাপি’
নিউজ ডেস্ক ◾
বাংলাদেশের গণতান্ত্রিক নির্বাচন প্রক্রিয়ায় বাধাদানকারী ব্যক্তিদের বিরুদ্ধে ভিসা নিষেধাজ্ঞা আরোপের পদক্ষেপ যুক্তরাষ্ট্র কার্যকর করায় সন্তোষ প্রকাশ করেছেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।
যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অবস্থানরত পররাষ্ট্রমন্ত্রী তাৎক্ষণিক এক প্রতিক্রিয়ায় বলেন, উই আর ভেরি হ্যাপি। ভিসানীতি নিয়ে তারা আমাদের বলেছে, আমরা যে নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন করতে চাই, সেটা যেন সত্যিকারের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন হয়। যারা নির্বাচনে বাধা দেবে, তাদের উপর তারা ভিসানীতি প্রয়োগ করবে। আমরা আশা করি, ভিসানীতির ফলে কেউ নির্বাচনে বাধা দেবে না।
‘আমেরিকা বলেছে যারা ইলেকশন বানচাল করার চেষ্টা করবে,তাদের শাস্তি দেবে, ভিসা নিষেধাজ্ঞা দেবে, খুব ভালো। ভিসা নিষেধাজ্ঞাকে আমরা স্বাগত জানাই’, বলেন বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী।