ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
চালক নয়, মাষ্টার দিয়েই চলছিল ময়ূর-২ লঞ্চটি
- ৩০ জুন, ২০২০
নিজস্ব প্রতিবেদক।
যে লঞ্চের ধাক্কায় এতবড় দুর্ঘটনা সেই ময়ূর-২ এ কোনো অনুমোদিত চালক ছিলো না।মাষ্টার দিয়েই কর্তৃপক্ষ চালিয়ে আসছিল লঞ্চটি।
লঞ্চটির নিয়মিত চালক শিপন হাওলাদার গণমাধ্যমকে বলেছেন, এ মাসের ২১ জুন আমি নাইম্যা গেছিলাম।আমার টাকা-পয়সা দিয়ে আমারে নামাই দিছে। এই লঞ্চে এখন আর ড্রাইভার নাই। মাষ্টার দিয়ে লঞ্চটি চলছে।
আর লঞ্চটির সুপারভাইজার তা স্বীকার করলেও দায় ইনিয়ে-বিনিয়ে দুর্ঘটনার দায় এড়ানোর চেষ্টা করেছেন।
ডিএন/সিএন/জেএএ