মঞ্চেই সাবেক এমপির মাইক্রোফোন কেড়ে নিলেন বর্তমান আ‘লীগ এমপি

নওগাঁয় সাবেক এমপি‘র হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিলেন বর্তমান এমপি

নওগাঁ প্রতিনিধি ।।

সভা চলাকালীন মঞ্চেই নওগাঁ-৩ আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আকরাম হোসেন চৌধুরীর হাত থেকে মাইক্রোফোন কেড়ে নিয়েছেন বর্তমান এমপি ছলিম উদ্দিন তরফদার। এ ঘটনার একটি ভিডিও সোমবার বিকেল থেকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এর আগে গত শনিবার সন্ধ্যায় বদলগাছী উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভায় এ ঘটনা ঘটে। এমন ঘটনায় মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে নেতাকর্মীদের মাঝে।

ভিডিওতে দেখা যায়, গত শনিবার সন্ধ্যায় উপজেলার বিলাশবাড়ী ইউনিয়নের শিবপুর উচ্চ বিদ্যালয় মাঠে ইউনিয়ন আওয়ামী লীগের বর্ধিত সভা চলছিল। এ সময় মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন ওই আসনের বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদার। এক পর্যায়ে ক্ষিপ্ত হয়ে সংসদ সদস্য মঞ্চে বসে থাকা সাবেক সাংসদ আকরাম চৌধুরীর দিকে মাইক্রোফোন ছুড়ে দিয়ে বলেন, ‘নৌকার জন্য যখন আপনার এত ভালোবাসা তাহলে মাইক্রোফোন নিয়ে একটু বলেন, ২০১৮ সালে নির্বাচনের সময় কোথাও কারও জন্য ভোট চেয়েছেন কি না বা তার কোনো প্রমাণ কি দেখাতে পারবেন?’

সে সময় আকরাম চৌধুরী মাইক্রোফোন নিয়ে বলেন, ওই সময় বরেন্দ্র বহুমুর্খী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান থাকায় আইনগত জটিলতায় ভোট চাইতে পারেননি তিনি। মূলত তখনই সংসদ সদস্য ছলিম তরফদার তার হাত থেকে মাইক্রোফোন ছিনিয়ে নেন। এ সময় আশপাশের উপস্থিত নেতাকর্মীরা জোরে আওয়াজ দিয়ে ওঠেন।

এ বিষয়ে ড. আকরাম হোসেন চৌধুরী বলেন, ‌‘ওইদিন আমাকে লাঞ্ছিত করা হয়েছে। বক্তব্যের এক পর্যায়ে বলেছিলাম, প্রধানমন্ত্রীর সঙ্গে ভালো সম্পর্ক থাকলে মন্ত্রী ও সচিবসহ বিভিন্ন দপ্তর সহযোগিতা করে। এ কথা বলার সঙ্গে সঙ্গে ছলিম উদ্দিন তরফদার এমপি মাইক্রোফোন কেড়ে নেন। তাকে আমি বুঝাতেই পারিনি যে এ বক্তব্যের শেষ পয়েন্টটা আসলে কি ছিল।’

এ বিষয়ে সোমবার সন্ধ্যায় নওগাঁ-৩ (বদলগাছী-মহাদেবপুর) আসনের সংসদ সদস্য ছলিম উদ্দিন তরফদারের বলেন, সেদিনের ঘটনা বড় কিছু নিয়ে নয়। অতীতের জমে থাকা ক্ষোভ থেকেই এমনটা হয়েছে। তিনি আরও বলেন, ‘আমি এখন একটি সভা মঞ্চে আছি। এখানে আকরাম হোসেন চৌধুরীও আছেন।’

এ প্রসঙ্গে বদলগাছী উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবু খালেদ বুলু বলেন, ‘সেদিনের অনুষ্ঠানে আমিও উপস্থিত ছিলাম। সাবেক ও বর্তমান এমপির মাঝে এলাকার উন্নয়ন নিয়ে সামান্য ভুল বুঝাবুঝি হয়েছিল। পরে ওটা নিরসন হয়েছে।’

প্রসঙ্গত, ড. আকরাম হোসেন চৌধুরী ২০০৮ সালে সংসদ নির্বাচনে আওয়াম লীগের মনোনয়নে সংসদ সদস্য নির্বাচন হন। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী হন বর্তমান সংসদ সদস্য ছলিম উদ্দীন তরফদার সেলিম। সেই সময় তিনি নির্বাচিতও হয়েছিলেন। প্রায় তিন বছর দলের বাইরে থাকার পর ২০১৬ সালের দিকে আবারও তাকে দলে অন্তর্ভুক্ত করা হয়।

Print Friendly, PDF & Email