আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
দুই জাতীয় নেতার বিদায়ে জমিয়ত নেতৃবৃন্দের শোক
নিজস্ব প্রতিবেদকঃ জমিয়তের উলামায়ে ইসলাম বাংলাদেশের সিনিয়র সহসভাপতি ও রাজধানীর শীর্ষস্থানীয় কওমী মাদরাসা জামিয়া হোসাইনিয়া ইসলামিয়া আরজাবাদ এর মুহতামিম মাওলানা মোস্তফা আজাদ আজ সকাল ৯.৪৫-এ রাজধানীর ওরিয়ন হাসপাতালে দীর্ঘদিন চিকিৎসাধীন থাকার পর ইন্তেকাল করেন।
তিনি জমিয়তের নির্বাহী সভাপতি, খতমে নবুওয়াত আন্দোলন পরিষদ বাংলাদেশ এর সভাপতির দায়িত্ব পালন করেছেন।
মাওলানা মোস্তফা আজাদের ইন্তেকালে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ এর সভাপতি ও সাবেক মন্ত্রী মুফতি মুহাম্মদ ওয়াক্কাস, নির্বাহী সভাপতি মাওলানা মনছুরুল হাসান রায়পুরী, মহাসচিব মাওলানা শেখ মুজিবুর রহমান, সিনিয়র যুগ্মমহাসচিব মাওলানা গোলাম মহিউদ্দিন ইকরাম, যুগ্মমহাসচিব মাওলানা আব্দুল হক কাউসারী, মাওলানা আব্দুল মালিক চৌধুরী ও মাওলানা ওয়ালী উল্লাহ আরমান, সাংগঠনিক সম্পাদক মুফতি রেজাউল করীম, যুব জমিয়ত সভাপতি মুফতি রেদওয়ানুল বারী সিরাজী, ছাত্র জমিয়ত সভাপতি তোফায়েল গাজালী এক শোকবার্তায় বলেন, তিনি আজীবন ইসলামী শিক্ষার প্রসার, আকীদা-বিশ্বাস সংরক্ষণ এবং ইসলামী রাজনীতির এক আপোসহীন অভিভাবকের ভূমিকা পালন করেছেন।
ইসলামের জন্য তার অবদান সোনার হরফে লেখা থাকবে। জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করে তার রুহের মাগফেরাত কামনা এবং জান্নাতে উঁচু মাকামের জন্য মহান আল্লাহর কাছে দোয়া করেন।
একইসাথে জমিয়ত নেতৃবৃন্দ বাংলাদেশ খেলাফত আন্দোলনের সাবেক আমীর মাওলানা শাহ আহমাদুল্লাহ আশরাফের ইন্তেকালে গভীর শোকপ্রকাশ করে তার রুহরে মাগফেরাত কামনায়ও দোয়া করেন।