ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য করার প্রস্তাবে রাজি হননি নুরুল
নিজস্ব প্রতিবেদক: প্রায় তিন দশক পর আবার যাত্রা শুরু করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ বা ডাকসু। শনিবার নবনির্বাচিত সহ-সভাপতি নুরুল হক নূরসহ নির্বাচিত কর্মকর্তা ও সদস্যদের নিয়ে উপাচার্য ও ডাকসুর সভাপতি ড. মোঃ আখতারুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রথম বৈঠককেই প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ডাকসুর আজীবন সদস্য পদ প্রদানের প্রস্তাব নিয়ে দ্বিমত দেখা দেয়।
উপাচার্য আখতারুজ্জামান এবং ছাত্রলীগের নির্বাচিত সদস্যরা ঐ প্রস্তাব দিলে সহ-সভাপতি নুরুল হক নূর এ প্রস্তাবে রাজি হননি। বৈঠক শেষে উপাচার্য আখতারুজ্জামান এবং সহ-সভাপতি নুরুল হক নূর পৃথক পৃথকভাবে সংবাদ মাধ্যমকে তাদের বক্তব্য তুলে ধরেন।
এদিকে, অনিয়মের অভিযোগে ডাকসু’র পুননির্বাচনের দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শনিবার বিভিন্ন ছাত্র সংগঠনের সদস্য এবং শিক্ষার্থীরা মানববন্ধন, মিছিলসহ বিভিন্ন কর্মসূচি পালন করেছে।
							
    
												  	
																						
									
                    
										
										
										
										
										
										
										
										