আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
বিজিপির টার্গেট ভারত থেকে মুসলিম বিতাড়ন : খেলাফত মজলিস
নিজস্ব প্রতিবেদক: খেলাফত মজলিসের কেন্দ্রীয় নির্বাহী পরিষদের বৈঠকে ভারতের এনআরসি নিয়ে নিন্দা প্রকাশ করা হয়েছে । খেলাফত মজলিসের মহাসচিব ড. আহমদ আবদুল কাদের বলেছেন, ভারতের নতুন নাগরিকত্ব সংশোধনী আইন বিজিপি’র মুসলিম বিদ্বেষী চরিত্রেরই বাহ:প্রকাশ। বিজিপি সরকার এনআরসি ও নাগরিকত্ব সংশোধনী আইনের মাধ্যমে ভারত থেকে মুসলিম বিতাড়ন করতে চায়। কোন সভ্য দেশ এ রকম সাম্প্রদায়িক আইন করতে পারে না। ভারতের এ আইন হবে মুসলমানদের মানবাধিকার লঙ্ঘনের হাতিয়ার।
ভারতের জনগণই এ নাগরিকত্ব আইন ও নাগরিকপঞ্জির বিরুদ্ধে মাঠে নেমেছে। আন্দোলন ভারত সরকার প্রতিবাদী নাগরিকদের উপর নির্যাতন চালাচ্ছে। অবিলম্বে ভারতের সাম্প্রদায়িক নাগরিকত্ব আইন ও এনআরসি বাতিল করতে হবে।