ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন আইসিইউতে
নিজস্ব প্রতিবেদক।
সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য অ্যাডভোকেট সাহারা খাতুনকে নিবিড় পর্যবেক্ষণ কেন্দ্রে (আইসিইউ)তে রাখা হয়েছে। তিনি রাজধানীর ইউনাইটেড হাসপাতালের চিকিৎসাধীন রয়েছেন।
আজ শুক্রবার সকালে সাহারা খাতুনের ব্যক্তিগত সহকারী মুজিবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, বৃহস্পতিবার রাত ১২টায় চিকিৎসকদের মেডিকেল বোর্ড বৈঠক করেন। তখন হাসপাতালের এসডিইউতে চিকিৎসাধীন ছিলেন সাহারা খাতুন। ২রা জুন থেকে চিকিৎসাধীন রয়েছেন তিনি। তবে করোনা পরীক্ষায় নেগেটিভ ফল এসেছে তার।
ডিএন/জেএএ
							
    
												  	
																						
									
                    
										
										
										
										
										
										
										
										
										
										