শিরোনাম :

  • মঙ্গলবার, ২০ মে, ২০২৫

স্বাস্থ্যমন্ত্রী পদত্যাগ না করলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

নিজস্ব প্রতিবেদক।
এবার স্বাস্থ্য মন্ত্রী জাহিদ মালিকের পদত্যাগ দাবি করেছে বিপ্লবী ওয়াকার্স পার্টি ও প্রগতিশীল ছাত্র জোট।
আজ বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবের সামনে আলাদা মানববন্ধনে দল দুটি এই দাবি জানায়।
মানববন্ধনে বক্তারা দাবি করেন, সরকার করোনা মোকাবিলায় পুরোপুরি ব্যর্থ হয়েছে।
দীর্ঘদিনের অচলাবস্থায় স্বাস্থ্যখাত ভেঙে পড়েছে উল্লেখ করে বক্তারা বলেন, দ্রুত স্বাস্থ্যমন্ত্রীকে এই দায় নিয়ে পদ ছাড়তে হবে। না হলে, কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দেন তারা।
ডিএন/জেএএ