ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
চলে গেলেন সাবেক মন্ত্রী বিএনপি নেতা শাহজাহান সিরাজ
নিজস্ব প্রতিবেদক।
না ফেরার দেশে চলে গেলেন সাবেক বন ও পরিবেশ মন্ত্রী ও বিএনপি নেতা শাহজাহান সিরাজ। (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
আজ বিকাল সাড়ে তিনটায় রাজধানীর এভার কেয়ার হাসপাতালে (সাবেক এ্যাপোলো) শেষ নি:শ্বাস ত্যাগ করেন তিনি।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইয়ং সদস্য শায়রুল কবির খান। তিনি জানান, শাহজাহান সিরাজ দীর্ঘদিন ধরে ক্যান্সার ব্যাধিতে আক্রান্ত ছিলেন।
মৃত্যুকালে তিনি স্ত্রী এবং দুই সন্তান রেখে গেছেন। শাহজাহান সিরাজের মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন বিএনপির মহাসচবি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। আগামীকাল বুধবার রাজধানীর বনানী কবরস্থানে সাবেক এই মন্ত্রীকে দাফন করা হবে।
শাহজাহান সিরাজ বাংলাদেশের মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক। স্বাধীনতা যুদ্ধের সময় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ছিলেন তিনি।
বাংলাদেশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি ৩ বার জাসদের মনোনয়নে এবং ১ বার বিএনপির মনোনয়নে সংসদ সদস্য নির্বাচিত হন।
ডিএন/পিএন/জেএএ/৫:২৬পিএম/১৪৭২০২০১৭