ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
১১ মাস সুশান্তকে কোনো ছবিতে চুক্তিবদ্ধ হতে দেয়নি যশরাজ!
দেশনিউজ ডেস্ক।
আত্মহত্যার প্রায় দুই সপ্তাহ পর যশরাজ ফিল্মসের সঙ্গে সুশান্ত সিং রাজপুতের চুক্তির একটি কপি পুলিশের হাতে এসেছে। যেখানে পরিস্কার উল্লেখ আছে, সুশান্তের সঙ্গে ৩টি ছবির চুক্তি হয়েছিল যশরাজ ফিল্মসের। যার ভেতর দুটি সিনেমা মুক্তি পেয়েছিল। এর একটি ছিল ‘শুদ্ধ দেশি রোমান্স’ এবং অপরটি ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’। তবে তৃতীয় সিনেমা ‘পানি’ নিয়ে ছিল চলছিল ক্ষাণিকটা সমস্যা।
জানা গেছে সুশান্ত-পরিনীতি চোপড়া ও বানি কাপুর অভিনীত ‘শুদ্ধ দেশি রোমান্স’ ছবিটির পারিশ্রমিক হিসেবে সুশান্তকে দেওয়া হয়েছিল ৩০ লক্ষ টাকা। চুক্তি ছিল প্রথম ছবি যদি হিট হয় সেক্ষেত্রে পরের ছবির জন্য ৬০ লক্ষ টাকা দেওয়া হবে সুশান্তকে। কিন্তু যশরাজের সাথে তার দ্বিতীয় সিনেমা ‘ডিটেকটিভ ব্যোমকেশ বক্সী’ এতটাই হিট হয়েছিল যে সুশান্তকে দেওয়া হয়েছিল ১ কোটি রুপি।
তবে যশরাজ ফিল্মসের সাথে সুশান্তের তৃতীয় ছবি ‘পানি’র জটিলতার কারণে ১১ মাস অভিনেতাকে অন্য ছবিতে সই করতে দেননি যশরাজ ফিল্মসের কর্ণধার আদিত্য চোপড়া। যার ফলে মানসিকভাবে প্রচণ্ড ভেঙে পড়েছিলেন সুশান্ত।
ডিএন/ইএন/জেএএ