সংগীতশিল্পী এসআই টুটুল করোনায় আক্রান্ত

নিজস্ব প্রতিবেদক।

জাতীয় চলচ্চিত্র পুরস্কার পাওয়া সংগীতশিল্পী এসআই টুটুল নভেল করোনাভাইরাসে (কভিড-১৯) সংক্রমিত হয়েছেন।

শুক্রবার দুপুরে তিনি নিজেই ভেরিফায়েড ফেইসবুক পেজ থেকে এই খবর দেন।

উপসর্গ দেখা দেয়ায় তিন দিন আগে তিনি নমুনা জমা দেন। এদিন পজিটিভের খবর পাওয়ার পর শ্রোতাদের কাছে দোয়া চেয়েছেন।

টুটুল এলআরবি থেকে বের হয়ে ‘ফেস টু ফেস’ নামে একটি ব্যান্ড দল গঠন করেন। ২০০৫ সালে। পরে সেটি ‘ধ্রুবতারা’ নামে  পরিবর্তিত হয়।

এই ব্যান্ড নিয়ে ২০০৮ সালে প্রকাশ করেন ‘দুঃখপোকা’ অ্যালবাম। এরপর লম্বা বিরতি। দেশ বিদেশে স্টেজ শো, চলচ্চিত্র আর অডিওতে সংগীত পরিচালনা করেছেন।

টুটুল নিজের পেজে লিখেছেন, ‘তোমাদের সবার উপর মহান প্রতিপালক এর কাছ থেকে শান্তি ও রহমত নেমে আসুক। তিন দিন আগে আমি করোনা টেস্ট করিয়েছি এবং টেস্ট এর রেজাল্ট পজিটিভ এসেছে। এখন বাসার একটা রুমে আইসোলেশনে আছি।’

‘আল্লাহ পাকের এই পরীক্ষায় জানি না পাশ করবো কিনা? তোমাদের সবার কাছেই আমি অনেক অনেক ঋণী। সবাই আমার জন্য একটু দোয়া করো। আমার জানা অজানা ভুল ত্রুটিগুলো ক্ষমা করে দিও।’

দীর্ঘ বিরতির পর কিছুদিন আগে টুটুল তার নতুন গান ‘মেঘ বিবাগী হলে’নিয়ে আসেন। গানটি প্রকাশ করছে ধ্রুব মিউজিক স্টেশন।

ডিএন/ইএন/জেএএ/৪:৬এএম/২১৮২০২০২২

Print Friendly, PDF & Email