শিরোনাম :

  • শনিবার, ১৪ ডিসেম্বর, ২০২৪

‘ঈমানদার’ প্রার্থীর পক্ষে নেমেছে আওয়ামী লীগ !

জেলা প্রতিনিধি: চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনে প্রতীক বরাদ্দের পরপরই বিএনএম প্রার্থী মাওলানা আব্দুল মতিনের সমর্থনে মতবিনিময় সভা করেছে স্থানীয় আওয়ামী লীগ।

সোমবার বিকেল ৪ টায় পৌর মেয়র মুখলেসুর রহমানের সভাপতিত্বে পৌরসভার দারিয়াপুর-হরিপুর এলকায় মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানি, পৌর আওয়ামী লীগ সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল, সাধারণ সম্পাদক কৃষিবিদ রোকনুজ্জামান, জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আমানুল্লাহ বাবু, জেলা শ্রমিকলীগের সভাপতি শহিদুল ইসলাম রানা, পৌর ছাত্রলীগের সাধারন সম্পাদক রমজানুল ইসলাম সোহান প্রমুখ।

পৌর মেয়র ও জেলা আওয়ামী লীগের সদস্য মুখলেসুর রহমান বলেন, ‘চাঁপাইনবাবগঞ্জের মানুষ আর ওদুদকে মেনে নিবে না। আমরা চাই ব্যালটের মাধ্যমে একজন মাওলানা, ঈমানদারকে ভোট দিয়ে সংসদে পাঠাবো। আপনাদেরকে অনুরোধ করবো আপনারা সকলে ভোট কেন্দ্রে যাবেন, কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করলে আইনশৃঙ্খলা বাহিনীকে নিয়ে ব্যাবস্থা গ্রহণ করবো।’
তিনি আরোও বলেন, আগামী ০৭ তারিখে নোঙ্গরের বিজয় মিছিল নিয়ে আপনাদের কাছে হাজির হবো ইনশাআল্লাহ।

পরে এ বিষয়ে কথা বলতে চাইলে জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ডা. গোলাম রাব্বানী মুঠোফোনে গণমাধ্যমকে বলেন, আমি এখন কোন বক্তব্য দিবো না। দুইদিন যাক তখন সব কিছু ক্লিয়ার হবে।

সদর পৌর আওয়ামী লীগের সভাপতি অধ্যক্ষ আব্দুল জলিল বলেন, আমরা সবাই মিলে প্রোগাম এর আয়োজন করিছি। আপনারা নোঙ্গর প্রতীকের প্রার্থী মাওলানা আব্দুল মতিনকে সমর্থন দিচ্ছেন কিনা, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, এই প্রশ্নের উত্তর নাই, এটি আপনাদের বুঝে নিতে হবে।