সৌদি আরবে ঈদুল আজহা ২৮ জুন

নিউজ ডেস্ক ।।

সৌদি আরবের আকাশে রোববার জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। দেশটিতে পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে ২৮ জুন। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সৌদি আরবের চাঁদ দেখা কমিটি এই সিদ্ধান্ত জানিয়েছে।

এর আগে পবিত্র ঈদুল আজহা উদযাপনের তারিখ ঘোষণা করে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও ব্রুনাই। চাঁদ দেখা যায়নি বলে এসব দেশে ২৯ জুন ঈদ উদযাপন করা হবে। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম খালিজ টাইমস এই তথ্য জানিয়েছে।

আরবি চন্দ্র বর্ষপঞ্জির শেষ মাস জিলহজ। ঈদুল আজহা জিলহজের দশম তারিখ পালন করা হয়। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে ঈদুল আজহা উদযাপনের একদিন পর বাংলাদেশে ঈদ উদযাপন করা হয়। সোমবার বাংলাদেশের চাঁদ দেখা কমিটি ঈদের তারিখ ঘোষণা করবে। বাংলাদেশে ২৯ জুন ঈদুল আজহা উদযাপিত হওয়া এখন প্রায় নিশ্চিত।

Print Friendly, PDF & Email