আইটিডি ইন্টারন্যাশনাল কনফারেন্সে চবির সাংবাদিকতা বিভাগ থেকে ১৭ গবেষণা প্রবন্ধ উপস্থাপন
হঠাৎ মাশরাফির শারীরিক অবস্থার অবনতি
নিজস্ব প্রতিবেদক।
গতকালও ভাল ছিলেন মাশরাফি বিন মুর্তজা। তবে আজ (২২শে জুন) হঠাৎই মাশরাফির শারীরিক অবস্থার অবনতি হয়েছে। সকাল থেকে বুকে চাপ অনুভব করছেন তিনি।
রাজধানীর সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) অথবা শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে তার পরিবারের সদস্যরা। গণমাধ্যমকে নিশ্চিত করেছে মাশরাফির পরিবারের ঘনিষ্ঠ সূত্র।
মাশরাফির বন্ধু সৌমেন বসু জানিয়েছেন, ‘একটু বুকে ব্যথা হচ্ছে। তাছাড়া অন্য কোনো সমস্যা নেই। শ্বাসকষ্ট হচ্ছে না। তবে তার যেহেতু অ্যাজমার পুরনো সমস্যা আছে তাই আমরা কোনো ঝুঁকি নিতে চাই না। শেখ রাসেল গ্যাস্ট্রোলিভার হাসপাতালের সঙ্গে যোগাযোগ করা হয়েছে।
অবস্থার যদি অবনতি হয় তবে বিকালে হাসপাতালে নিয়ে যাব।’
মাশরাফির নিয়মিত খোঁজখবর রাখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডর (বিসিবি) মেডিকেল বিভাগ। তবে মাশরাফির চিকিৎসা চলছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এ বি এম আব্দুল্লাহর তত্ত্বাবধানে।
জ্বর অনুভব করায় গত শুক্রবার কভিড-১৯ পরীক্ষার সিদ্ধান্ত নেন বাংলাদেশের সফল অধিনায়ক। শনিবার পাওয়া ফলাফলে জানা যায়, করোনা ভাইরাসে আক্রান্ত তিনি। সেদিনই সামাজিক যোগাযোগমাধ্যমে দেশবাসীর কাছে দোয়া প্রার্থনা করেন রেকর্ড ৫০ ওয়ানডে জেতানো সাবেক অধিনায়ক।
ডিএন/জেএএ