শিরোনাম :

  • শুক্রবার, ১৭ অক্টোবর, ২০২৫

এ যেন আরেক সাহেদ

কুমিল্লা প্রতিনিধি।

কখনো সরকার প্রধানের রাজনৈতিক সচিব, আবার কখনো উপসচিব। আবার কখনো নিজেকে দাবি করেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সহ-সম্পাদক, কখনো আওয়ামী লীগের সদস্য। পরনে থাকে মুজিব কোট।বাড়ি বলতেন গোপালগঞ্জ। এসব পরিচয় ব্যবহার করেই সম্পর্ক গড়ে তুলেন মানুষের সাথে। এভাবেই প্রতারণা করে বেড়াতেন শেখ আকাশ আহমেদ শরীফ নামের এই প্রতারক।  

শুধু তাই নয়, রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের ছবি এডিট করে এর সঙ্গে নিজের ছবি লাগিয়ে মানুষকে দেখাতেন। এ যেন আরেক সাহেদ! কিন্তু শেষ রক্ষা আর হলো না। অবশেষে ধরা পড়লেন কুমিল্লা জেলা গোয়েন্দা পুলিশের জালে।

বুধবার বিকালে কুমিল্লার বিসিক শিল্পনগরী এলাকায় ইটিল্যাব (ইউনানী) ফ্যাক্টরী থেকে তাকে আটক করা হয়। সন্ধ্যায় জেলা পুলিশ সুপার কার্যালয়ের সম্মেলনকক্ষে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম।
সংবাদ সম্মেলনে জানানো হয়, নেত্রকোনা জেলার ওয়াজেদ আলীর ছেলে প্রতারক শরীফ উদ্দিন। এইচএসসি ভোকেশনাল পর্যন্ত লেখাপড়া করে। ভিন্ন পরিচয়ে তার দুটি ফেসবুক আইডি রয়েছে। তার এসব আইডিতে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদকসহ রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের সাথে নিজের ছবি এডিটিং এর মাধ্যমে প্রদর্শন করে মানুষকে বিভ্রান্ত করে আসছিল।

ফেসবুক আইডির লিংক ধরে কুমিল্লা জেলা পুলিশের সাইবার ইউনিট পর্যবেক্ষণ করে বিকাল ৩টার দিকে তাকে আটক করে।

সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার আজিম-উল আহসান, শাহরিয়ার মোহাম্মদ মিয়াজী ও তানভীর সালেহীন ইমন।

ডিএন/সিএন/জেএএ/১:২০পিএম/১৩৮২০২০২৪