ফ্যাসিবাদ বিরোধীদের বিভেদ পতিত স্বৈরাচার ও তার দোসরদের লাভবান করবে – খেলাফত মজলিস
নদীতে ভ্রমণে গিয়ে শিশুসন্তানসহ পুলিশ সদস্য নিখোঁজ
নড়াইল প্রতিনিধি।
নড়াইলের লোহাগড়ায় মধুমতি নদীতে ট্রলারযোগে ভ্রমণ করতে গিয়ে সাত মাসের কন্যাশিশুসহ মুসা মিয়া (২৮) নামে এক পুলিশ সদস্য নিখোঁজ রয়েছেন।
শুক্রবার সন্ধ্যায় কালনা ফেরিঘাটে নির্মাণাধীন সেতুর পিলারের সঙ্গে ট্রলারের ধাক্কা লাগলে তিনি ছিটকে পানিতে পড়ে যান।
প্রবল স্রোতের কারণে শিশুকে নিয়ে আর উঠতে পারেননি। শনিবার সকাল পর্যন্ত তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি।
জানা গেছে, শুক্রবার বিকেলে লোহাগড়া উপজেলার চাঁচই গ্রামের পুলিশ সদস্য মুসা আলী স্ত্রীসহ পরিবারের ৬ সদস্যকে নিয়ে ট্রলারযোগে মধুমতি নদীতে ঘুরতে বের হন। ট্রলারটি সন্ধ্যার দিকে কালনা ফেরিঘাটে নির্মাণাধীন সেতুর কাছে পৌঁছালে প্রবল স্রোতের কারণে পিলারের সঙ্গে ধাক্কা লাগে। এ সময় পুলিশ সদস্য মুসা আলী কোলে থাকা তার সাত মাসের শিশুসহ নদীতে ছিটকে পড়ে যান। স্রোতের কারণে তিনি শিশু সন্তানকে নিয়ে উঠতে পারেননি।
স্থানীয় বাসিন্দা খায়রুল ইসলাম জানান, বর্ষার কারণে নদীতে স্রোত বেশি হওয়ায় ট্রলার চালক নিয়ন্ত্রণ করতে পারেননি। যার কারণে ট্রলারটি জোরে সেতুর পিলারের সঙ্গে ধাক্কা লাগে। নদীতে পড়ে যাওয়ার পর তিনি শিশু সন্তানকে নিয়ে আর উপরে উঠতে পারেনি। ঘটনার পর অন্য ট্রলার নিয়ে মুসা আলীর স্ত্রীসহ পরিবারের অন্য সদস্যদের উদ্ধার করে ডাঙায় আনা হয়।
লোহাগড়া ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের স্টেশন অফিসার মাসুদ রানা জানান, ঘটনার পর লোহাগড়া ফায়ার সার্ভিসের সদস্যদের নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তবে ডুবুরি না থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি। খুলনা বিভাগে একটি মাত্র ডুবুরির দল কুষ্টিয়ায় থাকায় উদ্ধার কাজ শুরু করা যায়নি।
পারিবারিক সূত্রে জানা গেছে, মুসা আলী ঢাকায় পুলিশে কর্মরত আছেন। কয়েক দিন আগে ছুটিতে আসেন। শুক্রবার তিনি পরিবারের সদস্যদের নিয়ে নৌকা ভ্রমণে বের হন। এদিকে এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।