শিরোনাম :

  • শুক্রবার, ১৪ মার্চ, ২০২৫

রংপুরে রোযাদারদের পাশে স্বেচ্ছাসেবী সংগঠন ‘ইকতারেন

নিজস্ব প্রতিবেদক: রংপুরের মিঠাপুর উপজেলার রশিদপুর গ্রামে ৭৬ টি পরিবারের মাঝে সাহরি ও ইফতার সামগ্রী বিতরণ করেছে সমাজসেবী সংগঠন ইকতারেন।

গত শুক্রবার আয়োজনের উদ্বোধন করেন ইকতারেনের সমাজকল্যান বিভাগের দায়িত্বে নিয়োজিত সহসভাপতি ও সামসুল হক খান স্কুল এন্ড কলেজের সহকারী অধ্যাপক মোহাম্মদ ইউনুছ।

উদ্বোধনকালে তিনি বলেন, নিতান্তই সামাজিক দায়বদ্ধতা থেকে কিছু তরুণের উদ্যোগে ইকতারেন এর পথচলা। বিগত দশ বছর ধরে সংগঠনটি বাংলাদেশের বিভিন্ন জেলার অসহায় মানুষজনের পাশে থাকার চেষ্টা করে আসছে বলে জানান তিনি। নিম্ন আয়ের মানুষদের সহযোগিতার ধারাবাহিকতায় এ বছর রংপুরের মেহনতি মানুষের পাশে দাঁড়িয়েছে এই সংগঠন। তিনি জানান, অর্থনৈতিক সীমাবদ্ধতার কারণে বিশাল পরিসরে সবার মাঝে ইফতার ও সাহরি সামগ্রী বিতরণ করতে না পারলেও ভবিষ্যতে সহযোগিতার পরিসর বাড়ানোর প্রাণান্তকর চেষ্টা থাকবে।

এসময় ইকতারেনের এর পক্ষ থেকে প্রতিটি পরিবারকে
৫ কেজি চাল, ৩ কেজি আলু, ১ কেজি চিনি, ১ কেজি ছোলা, ১ কেজি মসুর ডাল, ১ কেজি মুড়ি, ১ কেজি চিড়া, ১ কেজি পিয়াজ, ১ কেজি সয়াবিন তেল, আধা কেজি খেজুর উপহার প্রদান করা হয়।

মুহাম্মদ ইউনুছ আরো জানান, ইকতারেন সমাজের অসহায় দুস্থ এবং অভাবীদের বিভিন্ন দুর্যোগে ও প্রয়োজনে খাদ্যসামগ্রী দান করার পাশাপাশি আত্মকর্মসংস্থান তৈরির জন্যও কাজ করে আসছে।