শিরোনাম :

  • বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪

বিজয় দিবস উপলক্ষে ১৫ দিনের কর্মসূচি বিএনপির

BNP-logoনিজস্ব প্রতিবেদক: ১৬ই ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে র‌্যালিসহ ১৫ দিনের কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আজ দুপুরে গুলশানের বিএনপি চেয়ারপরসনের রাজনৈতিক কার্যালয়ে এক যৌথসভা শেষে উপস্থিত সাংবাদিকদের এ কর্মসূচির কথা জানান দলের মুখপাত্র ড. আসাদুজ্জামান রিপন। সকাল সাড়ে ১১টায় যৌথ শুরু হয়ে শেষ হয় ১২টা ২০ মিনিটে। যৌথ সভায় সীদ্ধান্ত নিয়ে শুরুতেই কথা বলেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিজয় দিবসের কর্মসূচি সম্পর্কে রিপন জানান, ১৬ই ডিসেম্বর জাতীয় স্মৃতি সৌধে দলের নেতাকর্মীদের সঙ্গে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। এছাড়া কেন্দ্রীয় দলীয় কার্যালয়, সারা দেশে দলীয় কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তরণ করা হবে। একই সঙ্গে চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়েও জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তলণ করা হবে। ওই বিকাল ৩টায় বিএনপির কেন্দ্রীয় কার্যলয়ের সামনে থেকে বর্ণাঢ্য র‌্যালি বের করবে বিএনপি। এছাড়া  দলের প্রতিষ্ঠাতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা ও ফাতেহা পাঠ করা হবে। ১৮ই ডিসেম্বর রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিষ্টিটিউশনে বিজয় দিবসের আলোচনা সভা আহ্বান করা হয়েছে। এছাড়া দলের অঙ্গ ও সহযোগী সংগঠনগুলো তাদের সুবিধামত সময় বিজয় দিবসের কর্মসূচি পালন করবে। এ কর্মসূচি চলবে ১৫ দিন। ১৪ই ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষ্যে শহীদ বুদ্ধিজীবী স্মৃতি সৌধে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার দলের নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানাবেন। ওই জাতীয় প্রেস ক্লাবে এ দিবস উপলক্ষ্যে আলোচনা আহ্বান করা হয়েছে। জাতিসংঘের ঘোষিত বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষ্যে ১০ই ডিসেম্বর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে সেমিনার হলে আলোচনা সভা আহ্বান করেছে বিএনপি।    বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সভাপতিত্বে যৌথ সভায় উপস্থিত ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা শামছুজ্জামান দুদু, যুগ্ম মহাসচিব মোহাম্মদ শাহজাহান, সংগঠনিক সম্পাদক মজিবুর রহমান সরোয়ার, ফজলুল হক মিলন, আন্তর্জাতিক সম্পাদক ড. আসাদুজ্জামান রিপন, যুবদল সভাপতি অ্যাডভোকেট সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক কাজী আসাদুজ্জামান, শ্রমিক দল সভাপতি আনোয়ার হোসাইন, মহিলা দলের সাধারণ সম্পাদক শিরিন সুলতানা, ওলামা দলের সভাপতি এম এ মালেক, জাসাসের সাধারণ সম্পাদ মনির খান, স্বেচ্ছাসেবক দলের দফতর সম্পাদক মো. আক্তারুজ্জামান বাচ্চু, ছাত্রদলের দফতর সম্পাদক মো. আবদুস সাত্তার পাটয়োরি প্রমুখ।