ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
পৌর নির্বাচনে মাঠে থাকবে যুবলীগের ৩০ টিম
 নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ৩০টি টিমে বিভক্ত হয়ে কাজ করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
নিজস্ব প্রতিবেদক: আসন্ন পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর পক্ষে ৩০টি টিমে বিভক্ত হয়ে কাজ করতে সংগঠনের নেতা-কর্মীদের নির্দেশ দিয়েছেন যুবলীগ চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী।
মঙ্গলবার রাতে যুবলীগের দপ্তর সম্পাদক কাজী আনিসুর রহমান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিবৃতিতে জানানো হয়, পৌর ভোট নিয়ে কেন্দ্রীয় কমিটির এক যৌথ সভায় তিনি এই নির্দেশ দেন।
আগামী ৩০ ডিসেম্বর সারাদেশে ২৩৪ পৌরসভায় একযোগে ভোটগ্রহণ হবে। স্থানীয় সরকার আইন সংশোধন হওয়ায় এবারই প্রথম দলীয় ভিত্তিতে মেয়র পদে নির্বাচন হচ্ছে।
ওমর ফারুক বলেন, ‘পৌরসভা নির্বাচনী কর্মকাণ্ডে অংশগ্রহণ যুবলীগের সকল পর্যায়ের নেতা ও কর্মীদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। কাজেই জেলা পর্যায়ের কোনো নেতা নির্বাচনে দায়িত্ববিহীন থাকবে না অথবা নৌকা প্রতীকের বাহিরে অন্য কোনো প্রতীকের পক্ষে কর্মকাণ্ডে সামিল হতে পারবে না।’
যুবলীগের ২৪১ জন কেন্দ্রীয় নেতা ৩০টি টিমে বিভক্ত হয়ে আওয়ামী লীগ মনোনীত মেয়র প্রার্থীদের নৌকা প্রতীকের পক্ষে প্রচারণা চালাবেন এবং ও প্রচার কাজ সমন্বয় করবেন বলে জানানো হয়েছে।
 
							
 
                     
										 
										 
										 
										 
										 
										 
										 
										
 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										