ফ্যাসিবাদী রাজনীতি নিষিদ্ধে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠার আহ্বান বিশিষ্টজনের
পৌর নির্বাচনে সহিংসতা বাড়ছে : ড. বদিউল আলম
নিজস্ব প্রতিবেদকঃ সুশাসনের জন্য নাগরিকের (সুজন) সম্পাদক ড. বদিউল আলম মজুমদার বলেছেন, ‘পৌরসভা নির্বাচনে সহিংসতা ঘটছে। সহিংসতা দিন দিন বাড়ছে। নির্বাচন নিয়ে আমরা সংশয়ের মধ্যে আছি।’
শনিবার দুপুরে ঢাকার সাভারের গণস্বাস্থ্য কেন্দ্রে ইয়ুথ এন্ডিং হাঙ্গার-বাংলাদেশের ষষ্ঠদশ জাতীয় যুব সম্মেলনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বদিউল আলম মজুমদার এসব কথা বলেন।
সুজন সম্পাদক বলেন, ‘জঙ্গিরা পৌরসভা নির্বাচনকে সামনে রেখে মসজিদে আত্মঘাতী হামলা চালাচ্ছে। জঙ্গিদের দেশ থেকে এখনই বিতাড়িত করতে না পারলে দেশের অবস্থা খুবই খারাপ হবে। সহিংসতা নিয়ে ভোটার ও প্রার্থীরা উদ্বেগের মধ্যে আছে। অবিলম্বে এ সহিংসতা বন্ধে সরকারকেই উদ্যোগ নিতে হবে। এদের কঠোর হাতে দমন করতে না পারলে সরকারকে কঠিন খেসারত দিতে হবে।’
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্বসাহিত্য কেন্দ্রের সভাপতি অধ্যাপক আবদুল্লাহ আবু সায়ীদ, ব্যারিস্টার সারা হোসেন। দুদিনব্যাপী এ সম্মেলনে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলের শিক্ষার্থীরা অংশ নিয়েছেন।