ফ্যাসিস্টবিরোধী জাতীয় ঐক্যকে শক্তিতে পরিণত করতে হবে – সালাহউদ্দিন
২০১ পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীরা এগিয়েঃ দাবি হানিফের
 নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৪টি পৌরসভার মধ্যে দলীয় পর্যালোচনায় ২০১টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
নিজস্ব প্রতিবেদকঃ আসন্ন পৌরসভা নির্বাচনে ২৩৪টি পৌরসভার মধ্যে দলীয় পর্যালোচনায় ২০১টিতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা এগিয়ে রয়েছেন বলে জানিয়েছেন দলটির যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
শনিবার রাতে রাজধানীর ধানমন্ডির আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছেন তিনি।
হানিফ বলেন, আওয়ামী লীগের নির্বাচন তদারক কমিটির সর্বশেষ পর্যালোচনা অনুযায়ী ২০১টি পৌরসভায় দলীয় মনোনীত মেয়র প্রার্থীরা এগিয়ে রয়েছেন।
মুক্তিযুদ্ধে শহীদদের সংখ্যা নিয়ে খালেদা জিয়া এবং দলের সিনিয়র নেতারা শহীদ বুদ্ধিজীবীদের নিয়ে বিতর্কিত মন্তব্য করার ফলে বাকি পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থীদের অবস্থা দিন দিন ভাল হচ্ছে বলেও জানান আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক।
 
							
 
                     
										 
										 
										 
										 
										 
										 
										 
										
 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										 
										